in

ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম কস্কি মমিনকস্কি মমিন

যে ৭টি সত্য কথা দিনে চৌদ্দ বার বললেও কম হয়ে যাবে

নিরেট সত্য কথা শুনলে আমাদের কেমন কেমন জানি লাগে। অথচ এই সত্য কথাগুলো কিন্তু ইগনোর করার মত কিছু না। বরং এই সত্য কথাগুলো সম্বন্ধে যত পরিষ্কার ধারণা থাকবে আপনার দৃষ্টিভঙ্গিও তত উন্নত হবে।

১. মা-বাবার ভালোবাসার সাথে অন্য কারো ভালোবাসার কোনো তুলনা নেই

via GIPHY

 

২. আপন মানুষেরা যে সবসময় আপনার ভালো চায় বা চাইবে এমন কোনো কথা নেই

via GIPHY

 

৩. নিজের উপার্জন করা কাড়িকাড়ি টাকা এবং সম্পদ পুরোপুরি ভোগ করে গেছেন এমন মানুষের সংখ্যা খুব কম

via GIPHY

 

৪. স্রোতে গা ভাসিয়ে দিয়ে অন্যদের মতো হওয়ার চেষ্টায় নিজের স্বকীয়তা হারিয়ে ফেলা ইজ নট ক্যুল

via GIPHY

 

৫. যে আপনাকে অনেকদিন ধরে চিনে, জানে এবং বোঝে তার সাথে অতি চালাকি করা নিছক বোকামি ছাড়া আর কিছুই না

via GIPHY

 

৬. সবাই কে খুশি করতে চাইলে আপনি কখনই খুশি হতে পারবেন না। এটা সম্ভবও না

via GIPHY

 

৭. মানসিক স্বাস্থ্যকে শারীরিক স্বাস্থ্যের মতোই সমান গুরুত্ব দেওয়া উচিত।

via GIPHY

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

কাছের মানুষদের সাথে যে কাজগুলো আমাদের সবার করা উচিত

Quiz: সহজ কয়েকটি উত্তরে জেনে নিন আপনার জন্য কোনটা পারফেক্ট pet, কুকুর নাকি বিড়াল