করোনার কারণে গত একবছরে আমাদের অনেকেই work from homeএর অভিজ্ঞতা পেয়েছেন, অনেকের কাছে ব্যাপারটা ভালো লেগেছে আবার অনেকের কাছে খারাপ। যাদের কাছে ভালো লেগেছে তারা হয়তো অনেকে ভেবেছেনও যদি নিজের রেগুলার জবের বদলে ফ্রিল্যান্সিং করে সারাবছর এভাবে কাজ করা যেত খারাপ হতো না। আপনিও যদি এমন ফ্রিল্যান্সিংয়ে নিজের ক্যারিয়ার গড়তে চান তবে আজ জেনে নিন আরও কিছু কারণ, যেগুলো প্রমাণ করে রেগুলার চাকরির চেয়ে ফ্রিল্যান্সিং কেন বেটার অপশন!
১. রোজ রোজ অন্তত বাধ্যতামূলকভাবে বের হয়ে জ্যামে বসে থাকার ঝামেলা নেই
via GIPHY
২. নিজের উইকেন্ড নিজের পছন্দমতো বেছে নেওয়া যায়
via GIPHY
৩. ৮/৯ টা বাজেই ঘুম থেকে উঠতে হবে এমন কোন কথা নেই
via GIPHY
৪. বসের ঝাড়ি খাওয়ার ঝামেলা নেই, নিজেই নিজের বস
via GIPHY
৫. ট্যুরে যেতে চাইলে ছুটিছাটা নেওয়ার ঝামেলা নেই, সাথে ল্যাপটপ থাকলেই হলো
via GIPHY
৬. ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে হয় বলে, কমিউনিকেশন স্কিলটাও ধীরে ধীরে ভালো হয়ে যায়
via GIPHY
৭. রেগুলার স্যালারি না থাকলেও, কয়েক বছর টানা কাজ করলে টাকা-পয়সা ভালোই ইনকাম হতে থাকে
via GIPHY
৮. “My space, My rules” চলে কাজের সময়
via GIPHY
৯. যারা work from home ভালোবাসে, তাদের জন্য এর চেয়ে বেটার অপশন আর কিছু নেই