in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে

যে ৭টি হাস্যকর লজিক স্যানিটারি ন্যাপকিনের অ্যাডগুলোতে দেখা যায়

পিরিয়ডের দিনগুলো সব মেয়েদের জন্যই অস্বস্তিকর। তবে আমাদের টিভি চ্যানেলগুলোয় স্যানিটারি ন্যাপকিনের অ্যাডগুলোতে মাঝে মাঝে কিছু ভুল প্রেক্ষাপট তুলে ধরে যা অধিকাংশ সময়ই হাস্যকর! পিরিয়ড মানেই একটা বাড়তি ঝামেলা এবং শারীরিক-মানসিকভাবেও কিছুটা বিপর্যস্ত থাকা, যা সব মেয়েরা সামাল দিয়েই চলে। তবে টিভি অ্যাডগুলো দেখলে আপনার মনে হবে পিরিয়ড মানে মেয়েদের হেসে-খেলে, ফুলের মাঝে দৌড়ঝাঁপ করে, গায়ে পাখা লাগিয়ে আকাশে উড়ে বেড়ানো!

১. পিরিয়ডের দিনগুলোতে মেয়েরা স্বাভাবিক ভাবে না হেঁটে লাফিয়ে লাফিয়ে চলে

via GIPHY

 

২. অন্যসব দিনগুলোয় স্বাভাবিক থাকলেও, পিরিয়ডের দিনগুলোয় মেয়েরা world class athlete হয়ে যায়

via GIPHY

 

৩. প্যাডগুলোর শোষণ ক্ষমতা এতই বেশি যে, চোখের পলকে দুনিয়ার সব পানি শুষে নিতে পারে!

via GIPHY

 

৪. হাত-পা কেটে গেলে যে রক্ত বের হয় তা লাল, তবে পিরিয়ডের রক্ত নীল!

via GIPHY

 

৫. পিরিয়ডের দিনগুলোতে মেয়েরা শুধুই সাদা কাপড় পরে

via GIPHY

 

৬. একমাত্র স্যানিটারি প্যাডই পারে পিরিয়ড ক্র্যাম্পস, মুড সুইং দূর করে মেয়েদের মুখে হাসি আনতে!

via GIPHY

 

৭. স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করার পর মেয়েরা অতি অ্যাকটিভ হয়ে দৌড়ঝাঁপ-নাচানাচি শুরু করে দেয়, শারীরিক কোন কষ্টই আর থাকে না

via GIPHY

What do you think?

Written by Maisha Farah Oishi

জীবনটা আসলে হিজিবিজি হিজিবিজি

Leave a Reply

যে লক্ষণগুলো প্রমাণ করে আপনি একটা মানুষরূপী কাঁকড়া

না চাইলেও যে ৯টি ঘটনা সবার লাইফেই ঘটে এবং আপনার সাথেও ঘটবে