নিজের ব্যস্ত সময়ের ফাঁকে ছুটি কাটাতে ঢাকার সমুদ্র সৈকতে দলবল সহ ঘুরতে এলেন প্রিন্স অফ ওয়াদিয়া জেনারেল আলাদিন। ঢাকায় এসে ঘুরতে বের হয়ে সমুদ্র সৈকত দেখে উনার মুখ দিয়ে বের হয়ে যায় “আমি তো শিহরিত”। উনি আরো বলেন- “ঢাকাকে নাকি প্যারিস, লসএঞ্জেলস বলা হয়! তাই অযথা দুই দেশের দুই জায়গায় না গিয়ে একসাথে টু ইন ওয়ান প্যাকেজে ঢাকায় চলে এলাম।
এখানে এসে এই অপরূপ সৌন্দর্য দেখে আমার খুব ট্যাশ লেগেছে। কিন্তু আমার মনে হলো, এখানের সমুদ্র সৈকতে আরও কিছু সুযোগ সুবিধা বাড়ানো দরকার। তাই আমি আমার দলের অর্থমন্ত্রীকে নির্দেশ দিয়েছি ঢাকার সমুদ্র সৈকত উন্নত করতে যত রিয়াল লাগে তা আমার ওয়াদিয়ার সরকার ফান্ড করবে।
এদিকে আমার বন্ধু নিউক্লিয়ার আদিল আমার লাইভ ভিডিও দেখে জানিয়েছে যে ঢাকা সমুদ্র সৈকতের এই পচা ড্রেনের পানিকে খুব সহজেই তেলে রূপান্তর করার ফর্মুলা সে বানিয়েছে, তাই ঢাকা থেকে সমস্ত পচা ড্রেনের পানি আমি আমার ওয়াদিয়াতে ইমপোর্ট করতে চাই এর বিনিময়ে শান্তি প্রতিষ্ঠার জন্য ইউনাইটেড আইল্যান্ড অফ ঢাকাকে আমি এক হালি নিউক্লিয়ার বোমা উপহার দিতে চাই। আমার আংকেল তামিরেরও ঢাকার সমুদ্র সৈকত খুব ভালো লেগেছে উনি ঢাকায় রিসোর্টের ব্যবসা দিবেন কিনা তা নিয়ে চিন্তাভাবনা করছে, আমাদের মাঝে মেসেঞ্জারে এই নিয়ে তিন দফায় আলোচনাও হয়েছে।”
এরপর উনার ঢাকার সমুদ্রে ডাইভ দেওয়ার পিনিক উঠলে “আচ্ছা ভাই যাই পরে কথা হবে” বলে উনি পানিতে লাফ দেন এবং বনানী থেকে ডুব সাঁতার দিয়ে মিরপুরে গিয়ে ওঠেন।
বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।