in

ভাল্লাগসেভাল্লাগসে

জানুয়ারি মাসে নতুন বই পাওয়া নিয়ে ছোটবেলার যে স্মৃতিগুলো এখনো মনে পড়ে

বর্তমানে জানুয়ারি মাস অনেকের কাছেই কেবল নতুন একটা মাস। যে মাসে বাড়তি ছুটি তো থাকেই না, উল্টো একগাদা নতুন দায়িত্ব কাঁধে এসে ভর করে । অথচ এই জানুয়ারি মাসই কিন্তু স্কুলে থাকাকালীন সময়ে ভীষণ এক্সাইটিং ছিল। সেই সময়ের যে জিনিসটার কথা না বললেই নয় তা হলো, স্কুলে গিয়ে নতুন ক্লাসের বই সংগ্রহ করার নির্মল আনন্দ!

১. জানুয়ারির শুরুর দিকেই স্কুলে গিয়ে নতুন ক্লাসের জন্য নতুন বই নিয়ে আসা দারুণ আনন্দের ব্যাপার ছিল!

via GIPHY

 

২. বই নিয়ে আসার পর নতুন বইয়ের গন্ধ নেওয়া, পাতা উল্টে-পাল্টে দেখা এবং কোন গল্পের নাম দেখে কৌতূহল জাগলে সেটি পড়ে ফেলা – আহা!

via GIPHY

 

৩. তারপর থাকতো বাবা কিংবা বড় ভাইবোনের সাহায্য নিয়ে বেশ আমেজ করে নতুন বইয়ে মলাট লাগানোর পালা!

via GIPHY

 

৪. নতুন বইয়ের পাশাপাশি প্রত্যেক সাবজেক্টের জন্য নতুন নতুন খাতাও কেনা হতো প্রচুর আগ্রহ নিয়ে

via GIPHY

 

৫. ক্লাস শুরু হওয়ার পর যখন নতুন বই থেকে পড়ানো শুরু হতো, তখন আর আমাদের এক্সাইটমেন্ট দেখে কে!

via GIPHY

 

৬. ক্লাস শুরুর প্রথম এক দুই সপ্তাহ ছিল খুবই যত্নের সাথে আলতোভাবে বইয়ের পৃষ্ঠা উল্টানোর সময়। তখন কেউ বইয়ে ভাঁজ দিলে তার উপর মেজাজ গরম হয়ে যেত

via GIPHY

 

৭. নতুন বইয়ে কোনো সমস্যা থাকলে, বই পাল্টানো নিয়ে কমবেশি ঝামেলাও পোহাতে হতো অনেকসময়

via GIPHY

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

যে লক্ষণগুলোতে বুঝবেন, আপনি আসলে একজন মানুষরূপী ক্যালকুলেটর

Quiz: কুইজ খেলে জেনে নিন আপনি কোন তেল