in , ,

কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম ভাল্লাগসেভাল্লাগসে মাইরালামাইরালা

ঈদের ছুটিতে রাস্তাঘাট বেশি ফাঁকা দেখে ডিপ্রেশনে ভুগছেন মিরপুরের এক বাসিন্দা

ঈদের ছুটি মানেই রাস্তাঘাট ফাঁকা, মানুষের ভীড় আর জ্যামবিহীন ঢাকা। এমন ঢাকা পেলে কে না খুশি হয়। কিন্তু জ্যামে অভ্যস্ত হয়ে যাওয়া জ্যামে অস্কার পাওয়া মিরপুরের এক ভাই এই ব্যাপারটি কোনভাবেই মেনে নিতে পারছেন না। সারাবছর জ্যামের প্যারা খেয়ে ত্যাড়া হয়ে ঈদের দিন যখন ভাইটি উত্তরা থেকে মিরপুরে মাত্র ২০ মিনিটে চলে আসেন তখন থেকেই শুরু হয় কঠিন ডিপ্রেশন। এ ব্যাপারে আমাদের প্রতিবেদক তাকে ফোন দিলে তিনি বলেন- “ভাই মিরপুর চলে আসেন রাস্তা খালি বেশিক্ষণ লাগবে না চা খেতে খেতে কথা বলি”। আমাদের প্রতিবেদক সেখানে পৌঁছে ভাইটির সাথে কথা বলতে গেলে তিনি বলেন- “ভাই প্রতিদিন কোথাও যেতে হলে ২ ঘন্টা আগে রওনা দেওয়া আমাদের মিরপুরবাসীদের জন্য ঐতিহ্য। জ্যামে বসে বসে কি করবো সেরকম পূর্বপরিকল্পনা করে আমরা বাসা থেকে বের হই কিন্তু মাত্র ২০ মিনিটে উত্তরা থেকে বাসায় চলে আসায় এখন কি করবো বুঝতে পারতেছিনা। জ্যাম ছাড়া আমার চলেই না” বলে ভাইটি কেঁদে দেন।

এদিকে এমন ফাঁকা ঢাকা দেখে “আমরা জ্যাম ভালোবাসি” কমিটির সভাপতি জামরুল ভাই বলেন “ঢাকার ঐতিহ্য হচ্ছে জ্যাম। কোথাও যাবো আর ঘন্টার পর ঘন্টার জ্যামে বসে থাকবো না এমন ভাবনা তো আমাদের কল্পনাতেও আসেনা। আমরা আত্মীয়স্বজনদের বাসায় ঈদের ফাও দাওয়াত খাওয়ার রাউন্ডগুলো শেষ হলেই ঢাকা যাতে এমন জ্যামমুক্ত আর ফাঁকা না হয় তা নিয়ে তীব্র আন্দোলনে যাবো”।

বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

প্রতি ঈদে নাটকের নামে প্রচারিত ভাঁড়ামি, ন্যাকামি ও জগাখিচুড়ী মার্কা নাটকের শ্রেণীবিভাগ

ঈদে কি চাই আর কি পাই তার এই ৮টি নমুনা জেনে রাখুন, ভবিষ্যতে কাজে লাগবে!