in

যে ৮টি ব্যাপার নতুন জিম জয়েন করার পর প্রায় সবার সাথেই ঘটে

সবাই-ই তো ফিট হতে চায়, কেউ ফিট হয় কেউ হয় না, চাইলেই তো আর ফিজিক্যালি ফিট হওয়া যায় না, এর জন্য প্রয়োজন ডিসিপ্লিন এবং পর্যাপ্ত পরিমাণে ওয়ার্ক আউট। তবে শুরুটাই বিরাট এক যুদ্ধ, শুরুর সময়টা কঠিন বলেই অনেকের ফিট হওয়ার এই সংগ্রাম শুরুতেই শেষ হয়ে যায়। আজ জেনে নিন ওয়ার্ক আউটের জন্য নতুন নতুন জিম জয়েন করার পর প্রত্যেকেরই যে পরিস্থিতিগুলোয় পড়তে হয়

১. প্রথম দিন জিম থেকে বাসায় আসার পরই হাত পায়ের ব্যথায় বারোটা বেজে যায়

via GIPHY

 

২. দুই-তিনদিন ওয়ার্কআউট করার পরই মনে হয় অনেকটা পরিবর্তন চলে এসেছে

via GIPHY

 

৩. প্রোফাইলে মিরর সেলফির পরিমাণ বাড়তে থাকে

via GIPHY

 

৪. বিরিয়ানি, তেহারি, পিজ্জা এসব দেখলে কান্না আসে, কারণ খেতেও মন চায় আবার খেলেও সব খাটনি বৃথা

via GIPHY

 

৫. ওয়ার্কআউট চালিয়ে যাব কিনা- এ নিয়ে নিজের সাথে নিজের যুদ্ধ করতে হয়

via GIPHY

 

৬. জিম কিটের জন্যই পকেটমানির বিরাট একটা অংশ চলে যায়

via GIPHY

 

৭. খাবার-দাবার নানান বাছবিচার করতে হয় বলে অনেক দাওয়াত এড়িয়ে যেতে হয়

via GIPHY

 

৮. আড্ডার সময়টা জিমে কেটে যায় বলে, অন্যান্য ফ্রেন্ডদের বদলে হঠাৎ জিমের বন্ধুরাই কাছের হয়ে যায়

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

Quiz: জেনে নিন ইফতারির সময় মুড়ির সাথে আপনার কোন আইটেমটি মাখানো উচিত

যে ৮টি পরিস্থিতিতে জীবনটাকে দুঃখের কুয়া মনে হয়