লকডাউন বাড়ছে, বাড়ছে করোনা আর মানুষের মনে দুশ্চিন্তা। ইন্ট্রোভার্টদের ঘরের ভেতর ভালো সময় কাটলেও, এক্সট্রোভার্টদের দমবন্ধ হওয়ার মত অবস্থা। আবার যাদের একটু সামর্থ্য আছে তারা ঘরে খাবার দাবার মজুদ করে আরাম করলেও, গরীবদের চলছে চরম দুঃসময়। সময়টাই আসলে একদম উল্টো দিকে বইছে, চেয়ে চেয়ে দেখা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। তাই হা-হুতাশ না করে, একটু হাসুন। চলুন আজ লকডাউনে কিছু সুখী এবং দুঃখী বাংলাদেশিদের সাথে পরিচয় করিয়ে দেই।
সুখী মানুষেরা
১. এবারের এইচএসসি পরীক্ষার্থীরা!
via GIPHY
২. বাপের হোটেলে খেয়ে মায়ের হোটেলে ঘুমায় যারা। মানে, বেকার!
via GIPHY
৩. যাদের শুধু ওয়াইফাই কানেকশন আর নেটফ্লিক্স হলেই চলে
via GIPHY
৪. নিঃসন্দেহে ঘুমপ্রেমীরা
via GIPHY
৫. অনলাইনে কাজ করে সময়মতো সম্মানী পেয়ে যাওয়া লোকজন
via GIPHY
দুঃখী মানুষেরা
৬. ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারে থাকা পাবলিক
via GIPHY
৭. সারাদিন বাইরে টো টো করে বেড়ানো সোশ্যাল বার্ড
via GIPHY
৮. যাদের বাসায় উটকো অতিথি এসে আটকে গিয়েছে
via GIPHY
৯. লকডাউনের জন্য চাকরি চলে গেছে বা চলে যাবে এমন সম্ভাবনা আছে যাদের
via GIPHY
১০. “বিয়ের পর জামাইয়ের সাথে ঘুরতে যাইস” শুনে আসা আপ্পিরা, যাদের কিনা এ বছরই বিয়ে হয়েছে!