আমাদের জীবনে ‘করোনা’ শব্দটি নিজে একা আসেনি, সাথে করে নিয়ে এসেছে আরও বেশ কয়েকটি শব্দ। যেমন- কোয়ারেন্টিন, লকডাউন, সোশ্যাল ডিস্টেন্স এবং মৃত্যু সহ আরও অনেক কিছু, আর জীবন থেকে দূরে নিয়ে গেছে হাজারো শব্দ। অর্থাৎ পুরো জীবন ব্যবস্থাই এলোমেলো করে দিয়েছে এই মহামারী। যেমন সত্যিকারের ‘বন্ধু’ শব্দটি দূরে নিয়ে গেলেও অদ্ভুত কিছু জিনিসকে আমাদের বন্ধু বানিয়ে দিয়ে গেছে। চলুন তাহলে আজকের তালিকা থেকে সেইসব নতুন বন্ধুদের সম্পর্কে জেনে নেয়া যাক।
১. বিছানা – অন্যান্য সময় বিছানাকে সময় দিতে না পারলেও, এখন কিন্তু এর সাথেই সারাদিন শুয়ে বসে সময় কাটাচ্ছেন
via GIPHY
২. ইন্টারনেট – ভাই ইন্টারনেট না থাকলে যে কি হতো! তা কি আর নতুন করে কিছু বলতে হবে?
via GIPHY
৩. ফ্রিজ – যার সাথে একটু পর পর দেখা না করলে, আপনার সময় কাটতো কিভাবে বলুন তো?
via GIPHY
৪. বই – অনেকদিন এই বন্ধুগুলো একা একা বুক শেলফে পড়ে ছিল। এখন হয়তো প্রায়ই দেখা হয়!
via GIPHY
৫. বারান্দা – এমন বন্ধু না থাকলে তো আকাশের রংই ভুলে যেতেন সেই কবে!
via GIPHY
৬. টিভি – এই যে চারপাশে কি হচ্ছে, এই বন্ধু যদি না থাকতো, তাহলে কিভাবে এসব জানতেন বলেন তো!
via GIPHY
৭. ষ্টেশনারী – কতক্ষন আর নেট কিংবা টিভির সাথে বসে থাকা যায়? কলম, রং পেন্সিল, খাতা, পেইন্ট ব্রাশ, সিজার আর আর্ট পেপার। এরা যদি না থাকতো তাহলে কি বিপদটাই না হতো!
via GIPHY
৮. মোবাইল – জীবনের এত এত সুখ দুঃখের আলাপ, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত, এগুলো কার সাথে করতেন?
via GIPHY
৯. হ্যান্ড স্যানিটাইজার – মুভিতে তো সুপারহিরোরা উড়ে এসে শত্রুর হাত থেকে সবাইকে বাঁচায়, কিন্তু এই বিপদের সময় কিন্তু এই বন্ধুটিই সবাইকে বাঁচাচ্ছে।