আমাদের বাংলাদেশের শীত একদম সিঙ্গেল লাইফের প্রেমের মত, আসি আসি করেও যেন আসে না! আর এলেও হুট করে চলে যায়। নভেম্বরের এই সময়টা থেকেই কেমন একটা অদ্ভুত আবহাওয়া চারিদিকে, এই একটু ঠান্ডা লাগে আবার গরম লাগে। তবে রাস্তায় রাস্তায় ভাপা পিঠার দোকান দেখে একটু আন্দাজ করা যায়, শীত মামা এলো বলে। শীত না লাগলেও চারপাশের যেসব কার্যকলাপে বুঝবেন শীত চলে এসেছে, আজ সেগুলো জেনে নিন।
১. ফেসবুকে সোদন কাকার ছবি কিংবা তাকে নিয়ে তৈরি মিম ঘন ঘন দেখা যাচ্ছে
via GIPHY
২. গলির মোড়েই ভাপা পিঠার দোকানের দেখা পাওয়া যাচ্ছে
via GIPHY
৩. টিভিতে পেট্রোলিয়াম জেলির বিজ্ঞাপনের আনাগোনা শুরু হয়েছে
via GIPHY
৪. কাথা গায়ে দিলে গরম আর ফেলে দিলে শীত লাগছে
via GIPHY
৫. গোসল না করেও একদম খারাপ বা অস্বস্তি লাগছে না
via GIPHY
৬. বন্ধুদের অনেকেই বারবিকিউ করার জন্য প্ল্যান করছে
via GIPHY
৭. ফ্রিজে ঠান্ডা পানির দেখা পাওয়া যাচ্ছে না, কিংবা ঠান্ডা পানি খেতেও ইচ্ছা করছে না
via GIPHY
৮. রাস্তায় হাঁস বিক্রি করা হকাররা প্রতিদিনই আসছে
via GIPHY
৯. সকালবেলা বিছানাকে অনেক বেশি আপন মনে হচ্ছে