in

ভাল্লাগসেভাল্লাগসে মাইরালামাইরালা

আমার ব্রেইন যেভাবে বিভিন্ন সিচুয়েশন রেকর্ড করে

কখনও খেয়াল করেছেন অনেক সময় আমরা চাইলেও ভালো অনেক স্মৃতি মনে করতে পারি না, কিন্তু খারাপ অনেক স্মৃতি না চাইতেও আমাদের মনে সারাক্ষণ ঘুরতে থাকে। ব্রেইন এমন এক আজব জিনিস, অহেতুক কিছু বিষয়কে 1080p HD মোডে রেকর্ড করলেও দরকারি বহু বিষয়কে 144p মোডে রেকর্ড করে। আজ দেখা যাক কোন বিষয়গুলো আমাদের ব্রেইন কেমন মোডে রেকর্ড করে

১. ভালো স্মৃতিগুলোকে 144p মোডে আর খারাপ স্মৃতিগুলোকে 1080p HD মোডে

via GIPHY

 

২. পড়ালেখা 144p মোডে আর র‍্যান্ডম কোন গানের লিরিক্স 1080p HD মোডে

via GIPHY

 

৩. দরকারি জিনিস কোথায় রাখা হয়েছিলো সেটা 144p মোডে আর কোনো দরকার নেই এমন মেমোরি 1080p HD মোডে

via GIPHY

 

৪. নিজের করা ভুলকে 144p মোডে আর অন্যের করা ভুলকে 1080p HD মোডে

via GIPHY

 

৫. নিজের সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ডকে 144p মোডে আর অনেকদিন আগের সিনেমায় দেখা গাড়ির নাম্বার প্লেটকে 1080p HD মোডে

via GIPHY

 

৬. ভালো স্বপ্নকে 144p মোডে আর দুঃস্বপ্নকে 1080p HD মোডে

via GIPHY

 

৭. রোমান্টিক সিনেমাকে 144p মোডে আর হরর সিনেমাকে 1080p HD মোডে

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

ব্যক্তিগত বিষয়ে নাক গলানো প্রতিবেশীরা আমাদের জীবনে আসলে কোন বিরক্তিকর জিনিসের মত

Quiz: কুইজ খেলে জেনে নিন আপনি আসলে কোন নৌযানটি