in

ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন

গতবছরের মতো এবারের রমজান মাসও যে ৬টি কারণে আলাদা

এবারও আমরা লকডাউনের মধ্য দিয়ে রমজান মাস পার করছি। আর সেজন্যই গতবছরের ন্যায় এই বছরের রমজান মাসটিও অন্যবারের চেয়ে বেশ আলাদা। চলুন দেখে নেয়া যাক, অন্যান্য রমজানের সাথে এই রমজানে পার্থক্যগুলো কি কি-

১. সেহরির সময় ‘সুহর উইথ ফ্রেন্ডস’ ক্যাপশনের পোস্টগুলো এবার দেখা যাচ্ছে না।

via GIPHY

 

২. বাইরে ভীড় আর কোলাহলের মধ্যে রেস্টুরেন্টে ইফতার না করে, সবাই বাসায় ইফতার করছে

via GIPHY

 

৩. সবাই মোটামুটি বাসায় ইফতারের সব আইটেম বানাচ্ছে, এমনকি জিলাপিও সবাই বাসায়ই তৈরি করছে

via GIPHY

 

 

৪ . সেহরির সময় এলাকার ছেলেরা দলবেঁধে রাস্তায় নেমে ঘুম ভাঙানোর জন্য ডাকছে না

via GIPHY

 

৫. অনেকেই হয়তো নানা কারণে পরিবারের সবার সাথে প্রতিদিন ইফতার করতে পারতো না, কিন্তু এই বছর মোটামুটি সবাই পরিবারের সাথেই ইফতার করছে

via GIPHY

 

৬. এবং সারাদিন বাসায় থাকার কারণে এবার রোজা রেখে ইবাদত করার যথেষ্ট সময় পাচ্ছে সবাই

via GIPHY

What do you think?

Written by Maisha Farah Oishi

জীবনটা আসলে হিজিবিজি হিজিবিজি

Leave a Reply

জীবিত নাকি মৃত সেটা নিজেই লাইভে এসে জানাবেন বলে আশ্বস্ত করেছেন কিম জং উন

Quiz: মাত্র ১২% মানুষ Adobe এর লোগোগুলো সঠিকভাবে চিনতে পেরেছে। আপনি পারবেন?