in

মাইরালামাইরালা

ফুড ব্লগার হওয়ার ৮টি নিনজা টেকনিক

আমরা বাংলাদেশিরা সব ব্যাপারকেই কচলে একদম তিতা বানিয়ে ফেলি, যেমন হালের নতুন ট্রেন্ড ফুড ব্লগিং। খাবার-দাবার রিলেটেড গ্রুপগুলোতে ঢুকলেই দেখবেন সেখানে প্রায় সবাই-ই ফুড ব্লগার। আপনিও কি ট্রেন্ডে গা ভাসিয়ে একটু ট্রেন্ডি থাকার পাশাপাশি বিখ্যাত ফুড ব্লগার হতে চান? তবে আজ রইলো আপনারই জন্য কিছু টিপস

১. প্রথমেই কয়েকদিন লাইভে এসে “মুরগির ফা” জাতীয় জিনিস দিয়ে ট্যাশ করে “বাত” খাওয়ার অভ্যাস করুন

via GIPHY

 

২. এমন সব পোস্ট দিন যাতে মানুষজন হাহা দিয়ে উড়িয়ে ফেলে, সোজা কথা অগণিত হাহা সহ্য করার অভ্যাস করুন

via GIPHY

 

৩. প্রতিবেলায় খাওয়ার সময়েই ক্যামেরা অন করে খেতে বসুন

via GIPHY

 

৪. বাসায় খেলেও খাবার মুখে দিয়ে “উফ মুখে দিলেই গলে যাচ্ছে” কিংবা “খুবই জুসি” এই জাতীয় কথা বলার চর্চা শুরু করুন

via GIPHY

 

৫. কোনো সেচ্ছাসেবক ভিডিওগ্রাফার না থাকলে রাস্তাঘাটে সেলফি ক্যামেরা অন করে কথা বলার অভ্যাস করুন

via GIPHY

 

৬. সিদ্ধ ডিম কিংবা ফুটানো পানির টেস্ট কেমন, ভাইরাল হওয়ার জন্য এমন ভিডিওর আইডিয়া নিয়ে ভাবুন

via GIPHY

 

৭. খেতে বসে খান কম, বেশি বেশি কথা বলুন, পারলে কিছু লেইম জোকস বলুন আর হাসুন

via GIPHY

 

৮. সব শেষে কয়েক সপ্তাহ এমন ট্রেনিংয়ের পর একটা ফেবু পেইজ এবং ইউটিউব চ্যানেল খুলে ফেলুন, Boom আপনিও ফুড ব্লগার!

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

Quiz: কুইজ খেলে জেনে নিন কোন বাংলাদেশি ফার্নিচার কোম্পানিটি আপনি

যে ৮টি উপায়ে নিজের entrepreneur বন্ধুদের সাহায্য করতে পারেন