in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম

যে ৮টি উপায়ে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনবেন

জেনে বুঝে একটা সুস্থ স্বাভাবিক মানুষ নিজেকে ধ্বংস করবে নাকি? আপাতদৃষ্টিতে মনে হতে পারে যে এসব কথা বলাটাই পাগলামি, কিন্তু আসলে না। আপনি যখন এই ৮টি স্টেপ শেষ পর্যন্ত পড়বেন, তখন নিজেই বুঝে যাবেন কেমন সর্বনাশের কথা বলা হচ্ছে!

১. তার হাসি, তার কথা বলার ভঙ্গি কিংবা তার চাহনি ভালো লাগলে, মানুষটার প্রতিও ভালোলাগা তৈরি হওয়ার সুযোগ দিন

via GIPHY

 

২. খেয়াল করুন সে কিভাবে আপনাকে অ্যাটেনশন দেয়, কিভাবে আপনাকে প্রায়োরিটি দেয় আর মুগ্ধ হোন

via GIPHY

 

৩. সে দেখতে কতই না সুন্দর, সারাজীবন তার দিকে তাকিয়েই কাটিয়ে দেওয়া যায়- এসব বেশি বেশি ভাবুন

via GIPHY

 

৪. সে আপনাকে বুঝে এবং না বুঝলেও অন্তত চেষ্টা করে- এ নিয়ে বেশি বেশি চিন্তা করুন

via GIPHY

 

৫. দিনে কয়েকবার তার সাথে ঘটে যাওয়া তুচ্ছ কোন ঘটনা মনে করে অজান্তেই হাসুন

via GIPHY

 

৬. তার কথা, তার টেক্সট, তার গলার স্বর ইত্যাদি বারবার মনে করে রাতের ঘুম হারাম করে ফেলুন

via GIPHY

 

৭. সুযোগ পেলেই আনমনা হয়ে বিভিন্ন ফেইক রোমান্টিক সিনারিও কল্পনা করুন

via GIPHY

 

৮. ব্যস, আপনার ধ্বংস হওয়ার রেসিপি কমপ্লিট। কংগ্রাচুলেশন, আপনি তার প্রেমে পড়ে গেছেন! আর সেই সাথে নিজেই নিজের সর্বনাশ ডেকে এনেছেন!

via GIPHY

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

রোজার শেষ কয়েকটি দিন থেকে ঈদের আমেজ শেষ হওয়ার মুহূর্ত পর্যন্ত যে ব্যাপারগুলো ঘটে

ঈদের সময় যে ব্যাপারগুলো আমাদের ব্যাপক আনন্দ দেয়