in

মাইরালামাইরালা কস্কি মমিনকস্কি মমিন ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম

নিউটনের গতিসূত্র দ্বারা যৌন নিপীড়ককে আশ্রয় দেয়ার যৌক্তিকতা- ১ মিনিট স্কুলের বিশেষ লেসন

ধরুন, আপনার কোন এক ছোটভাই, সহমত ভাই কিংবা সহমলেস্ট ভাই যৌন নিপীড়ক। এইসব জেনেও আপনি তাকে আপনার কাছে আশ্রয় দিয়েছেন ও একসাথে চিল করেছেন। খালিচোখে তা অযৌক্তিক বা গর্হিত কাজ মনে হলেও বিজ্ঞান দ্বারা আপনি আপনার এমন কাজের যৌক্তিকতা প্রমাণ করতে পারবেন।

চলুন জেনে নেই নিউটনের গতিসূত্র কীভাবে আপনাকে যৌক্তিক প্রমাণ করে। আর ছোট্ট বন্ধুরা, ১ মিনিট স্কুলের এই বিশেষ লেসনটি সরাসরি নিউটনের খাতা থেকে হুবহু কপি করে নিয়ে এসেছেন নাজমুল হক!

নিউটনের গতিসূত্র ১

নিউটনের ১ নাম্বার গতিসূত্রে বলা আছে, বাহ্যিক কোন বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির ও গতিশীল বস্তু চিরকাল সুষম গতিতে চলতে থাকবে।

আপনার যৌন নিপীড়ক ভাইকে একটি গতিশীল বস্তু ধরুন। সে সুষম গতিতে যৌন নিপীড়ন করে যাচ্ছে। নিউটনের গতিসূত্র বলছে, আপনি যদি বাহ্যিক বল প্রয়োগ করে তাকে না থামান তাহলে সে সারাজীবন একই গতীতে যৌন নিপীড়ন করতে থাকবে। সুতরাং তাকে থামানো জরুরী। সে জন্যই তাকে আপনার বাসায় বা অফিসে আশ্রয় দিয়ে থামিয়ে দেয়া সম্পূর্ণরূপে বিজ্ঞানসম্মত ও যৌক্তিক।

নিউটনের গতিসূত্র ২

নিউটনের ২ নাম্বার গতিসূত্র বলছে, কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যে দিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে।

এখানে দ্বিতীয় প্যারায় বলা আছে, বল যে দিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সে-দিকেই ঘটে। ধরুন আপনার আশ্রয় দেয়াটা বল, এবং এই বল দ্বারা সম্পন্ন হওয়া ক্রিয়াটি একটি ভালো কাজ (মানুষকে আশ্রয় দেয়াটা ভালো কাজই)। সুতরাং নিউটনের গতিসূত্র অনুযায়ী ভরবেগের পরিবর্তনও ভালো কাজের দিকেই ঘটবে। মানে হইলো গিয়া আপনার আশ্রয় দেয়ার ফলে (ভালো কাজ করার ফলে) একজন যৌন নিপীড়ক ভালো হয়ে যাবে।

নিউটনের গতিসূত্র ৩

তিন নাম্বার সূত্রটি বলছে, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখি প্রতিক্রিয়া রয়েছে।

খেয়াল করুন সুত্রটি, যৌন নিপীড়ন একজন যৌন নিপীড়ক দ্বারা সম্পন্ন হওয়া একটা ক্রিয়া। এবং আমাদের মতো আম জনতার কাছে খারাপ ক্রিয়া। যেহেতু প্রতিটা কাজেরই একটি সমান ও বিপরীতমুখি প্রতিক্রিয়া রয়েছে সেহেতু একটা খারাপ কাজের বিপরীতমুখি প্রতিক্রিয়া হিসেবে একটা ভালো কাজতো বৈজ্ঞানিকভাবেই তৈরি হওয়ার কথা। আর সেই ভালো কাজটা আপনি করতেই পারেন।

তো বন্ধুগণ, আজকের লেসন থেকে আমরা কী শিখলাম? আজকের লেসন থেকে আমরা জানলাম, একজন যৌন নিপীড়ককে আশ্রয় দেয়া সম্পূর্ণরুপে যৌক্তিক ও বিজ্ঞানসম্মত। সুতরাং যৌন নিপিড়ককে আশ্রয় দিন তার সাথে চিল, কাউয়া সব করুন।

What do you think?

Leave a Reply

Endgame এর স্ক্রিপ্ট পড়তে না দেওয়ায় রুশো ব্রাদার্সদের শেয়ার করা মিমে আমরণ লাইক দিবে টম হল্যান্ড

মিরপুরের ইনফিনিটি ট্রাফিক জ্যামে আটকা পড়লো এন্ডগেমের প্রচারণায় ঢাকায় আসা এভেঞ্জার্স দল