in

ভাল্লাগসেভাল্লাগসে

যে ৭টি ব্যাপার ঘটা শুরু হলেই বুঝবেন ‘বসন্ত এসে গেছে’

বসন্ত আসলেই কেমন যেন অন্য ধরণের একটা উৎসব আর আনন্দের আমেজ তৈরি হয়। ঋতুরাজের আগমনে দারুণ সুন্দর ফাল্গুনের মিষ্টি বাতাস বইতে থাকে। বেশ কিছু ব্যাপার দেখলে, বসন্ত যে চলে এসেছে সেটা আরও ভালোভাবে টের পাওয়া যায়

১. শীতের আমেজ একটু একটু করে কমে গিয়ে গরমের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে

via GIPHY

 

২. ভালোবাসা দিবস নিয়ে নানারকম গান-নাটক আর ক্যাম্পেইন চোখে পড়ছে

via GIPHY

 

৩. বিভিন্ন মেকআপ আর্টিস্ট আর ব্লগাররা সোশ্যাল মিডিয়ায় ‘ফাল্গুন স্পেশাল লুক’ ক্রিয়েট করছে

via GIPHY

 

৪. চকলেট ডে, হাগ ডে, প্রমিস ডে- জাতীয় নানারকম দিবস পালিত হচ্ছে

via GIPHY

 

৫. শীতের রুক্ষতা কেটে গিয়ে গাছে গাছে নতুন সবুজ পাতা গজাচ্ছে

via GIPHY

 

৬. আস্তে আস্তে দিন বড় হচ্ছে আর সূর্য দেরিতে ডুবছে

via GIPHY

 

৭. কোকিলসহ অন্যান্য পাখির ডাক বেশি শোনা যাচ্ছে

via GIPHY

What do you think?

Written by Maisha Farah Oishi

জীবনটা আসলে হিজিবিজি হিজিবিজি

Leave a Reply

যে ৮টি কারণে ভ্যালেন্টাইন’স ডে-কে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা উচিত

Quiz: রোমান্টিক গান সিলেক্ট করে জেনে নিন আর কয়টি বসন্ত আপনি একা পার করবেন