সবকিছু আমাদের মনমতো হবে না এটা স্বাভাবিক, কিন্তু জীবনের কিছু মুহূর্তে মানুষের আচরণ দেখে আমরা একদম বাকরুদ্ধ হয়ে যাই। যেমন কেউ যখন পিছে অন্যের বদনাম করে সামনা সামনি ঠিকই আবার বেস্টফ্রেন্ড হওয়ার ভান করে কিংবা অন্যের জিনিসকে নির্লজ্জের মতো কেউ যখন নিজের বলে দাবি করে। এই মুহূর্তগুলোতে মানুষের হিপোক্রেসি দেখে বাকরুদ্ধ হওয়া ছাড়া কোন উপায়ই থাকে না!
১. পিছে একে অন্যের বদনাম করে যখন কেউ সামনা-সামনি ঠিকই বেস্টফ্রেন্ড হওয়ার ভান করে
via GIPHY
২. উপকার পেয়ে যখন ভবিষ্যতে তা আবার মুখের উপর কেউ অস্বীকার করে
via GIPHY
৩. অন্যের জিনিসকে যখন কেউ নিজের বলে দাবি করে
via GIPHY
৪. যখন কেউ ধরা খেয়ে যাওয়ার পরও অবলীলায় মিথ্যা বলে যায়
via GIPHY
৫. সারাক্ষন অন্যের ভুল ধরা মানুষ যখন নিজে সেই একই ভুল করে
৬. কোন অন্যায় করার পরও ক্রমাগত যখন কেউ নিজের সাফাই গাইতে থাকে
via GIPHY
৭. স্বার্থ উদ্ধারের জন্য যখন কেউ পল্টি নিয়ে নেয়
via GIPHY
৮. নিজ ধর্মের/আদর্শের ব্যাপারে খুব সংবেদনশীল মানুষ যখন অন্য ধর্ম/আদর্শকে নিয়ে কটাক্ষ করে