in

ভাল্লাগসেভাল্লাগসে মাইরালামাইরালা

আশপাশের মানুষজনের যে ৮ ধরণের হিপোক্রেসি আমাদের বাকরুদ্ধ করে দেয়

সবকিছু আমাদের মনমতো হবে না এটা স্বাভাবিক, কিন্তু জীবনের কিছু মুহূর্তে মানুষের আচরণ দেখে আমরা একদম বাকরুদ্ধ হয়ে যাই। যেমন কেউ যখন পিছে অন্যের বদনাম করে সামনা সামনি ঠিকই আবার বেস্টফ্রেন্ড হওয়ার ভান করে কিংবা অন্যের জিনিসকে নির্লজ্জের মতো কেউ যখন নিজের বলে দাবি করে। এই মুহূর্তগুলোতে মানুষের হিপোক্রেসি দেখে বাকরুদ্ধ হওয়া ছাড়া কোন উপায়ই থাকে না!

১. পিছে একে অন্যের বদনাম করে যখন কেউ সামনা-সামনি ঠিকই বেস্টফ্রেন্ড হওয়ার ভান করে

via GIPHY

 

২. উপকার পেয়ে যখন ভবিষ্যতে তা আবার মুখের উপর কেউ অস্বীকার করে

via GIPHY

 

৩. অন্যের জিনিসকে যখন কেউ নিজের বলে দাবি করে

via GIPHY

 

৪. যখন কেউ ধরা খেয়ে যাওয়ার পরও অবলীলায় মিথ্যা বলে যায়

via GIPHY

 

৫. সারাক্ষন অন্যের ভুল ধরা মানুষ যখন নিজে সেই একই ভুল করে

via GIPHY

 

৬. কোন অন্যায় করার পরও ক্রমাগত যখন কেউ নিজের সাফাই গাইতে থাকে

via GIPHY

 

৭. স্বার্থ উদ্ধারের জন্য যখন কেউ পল্টি নিয়ে নেয়

via GIPHY

 

৮. নিজ ধর্মের/আদর্শের ব্যাপারে খুব সংবেদনশীল মানুষ যখন অন্য ধর্ম/আদর্শকে নিয়ে কটাক্ষ করে

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

যে ১০টি লক্ষণ প্রমান করে আপনি একজন আগাগোড়া সবুজপ্রেমী

যে ৭টি লক্ষণ থাকলে বুঝবেন যে আপনি মনে মনে একজন থুড়থুড়ে বুড়ো