in

ভাল্লাগসেভাল্লাগসে মাইরালামাইরালা কস্কি মমিনকস্কি মমিন

সহজ স্বীকারোক্তি: আমি এক ঘুমকাতুরে এবং আমার জন্যে এবারের ঈদই প্রকৃত ঈদ কারণ…

প্রতিবছর অন্যরা সবাই যখন ঈদের দিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, বাবুকে নিয়ে ঘোরাঘুরি করে আর আত্নীয়দের বাসায় দাওয়াত খায়, সে সময়টায় আমি ঘুমিয়ে কাটাই। ঘুমানোটা আমার প্যাশন বলতে পারেন, আমাকে যদি দিনরাত চব্বিশ ঘন্টা ঘুমিয়ে কাটাতে বলা হয়, আমি একদম অনায়াশেই তা করতে পারবো।

via GIPHY

 

তাই যখনই ছুটিছাটা পাই, সে সময়টা আমি আড্ডা দিয়ে, ঘোরাঘুরি করে, সিনেমা দেখে কিংবা বই পড়ে নষ্ট না করে, ঘুমিয়েই কাজে লাগাই। আর ঘুমানোর জন্য ঈদের ছুটির চেয়ে দারুণ কিছু হতেই পারে না। কিন্ত কথা সেটা না, কথা হচ্ছে, চাইলেই কি সব হয়, হয় না।

via GIPHY

 

ঘুমানোর প্রবল ইচ্ছা থাকলেও অন্যান্যবারের ঈদের দিন কেউ আমার বাসায় হাজির হবে, না হলে আমাকে কারো বাসায় তার দাওয়াত রক্ষা করতে যেতে হবে, ক্যানো ভাই আমি কি আমার ঈদটাকে আমার মত আমার স্বপ্নে কাটাতে পারি না?

via GIPHY

 

এরপর আসে বন্ধুরা সারাবছর আড্ডা দিয়েও এদের মন ভরে না, ঈদের মত আরামের দিনেও এদের আড্ডা দিতে হবে।

via GIPHY

 

সবশেষে আসে বাবু, ইচ্ছা না থাকলেও ঈদের দিন বাবুকে নিয়ে বের হতে হয়, না হলে তো আবার রিলেশনশিপের বারোটা বেজে যাবে।

via GIPHY

 

তো যাই হোক, এবার আর এসব ঝামেলা নেই, এবার আর অন্য কোন অজুহাত দেখিয়ে সবার থেকে বাঁচতে হবে না ভেবেই অনেক ভালো লাগছে।

via GIPHY

 

তাই আমি মনে করি, আমার মত যারা ঘুমকাতুরে, তাদের সবার জন্য এবারকার ঈদটাই প্রকৃত ঈদ।
সবাইকে ঈদ মোবারক!
এবং ঈদের ঘুম মোবারক!

via GIPHY

 

সবচেয়ে বড় কথা হলো, বাসায় থাকুন, নিজে সুস্থ থাকুন ও পরিবারকে সুস্থ রাখুন।

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

৭টি পয়েন্টে এবারের লকডাউন ঈদ আমাদের যেমনটা কাটলো। আপনারও কি একই অবস্থা?

Quiz: কুইজ খেলে জেনে নিন বিটিভির জনপ্রিয় কোন শো-টি আপনি?