in ,

মাইরালামাইরালা

ক্যাপ্টেন মারভেলে ‘Goose’ এর বদলে যদি বঙ্কিমচন্দ্রের “বিড়াল” থাকতো তাহলে মুভির দৃশ্যগুলো যেমন হতো

উচ্চমাধ্যমিকে আমরা অনেকেই পাঠ্যবইয়ে “বিড়াল” প্রবন্ধ পড়েছি। এই প্রবন্ধে বঙ্কিমচন্দ্র কমলাকান্তের সাথে বিড়ালের কাল্পনিক সংলাপে আমাদের সামনে বিড়ালকে তুলে ধরেছেন একটি শক্তিশালী চরিত্র হিসেবে। সামান্য বিড়াল হয়ে সে দরিদ্র ও বঞ্চিত মানুষদের যেমন প্রতিনিধিত্ব করেছে তেমনি ধনী শোষকদের বিরুদ্ধে তার স্পষ্ট প্রতিবাদ জানাতেও বাদ রাখে নি। বিড়ালের কিছু কিছু সংলাপ যেমন “অধর্ম্ম চোরের নহে-চোরে যে চুরি করে, সে অধর্ম্ম কৃপণ ধনীর। চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শত গুণে দোষী”,” তাঁহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন না” কিংবা “এ পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে” এর মাধ্যমে সে তার প্রতিবাদ এবং অধিকারের দাবি জানায়। কথার মারপ্যাচ জানা এমন কাল্পনিক বিড়ালের নজির আর পাওয়া যায় নি। সম্প্রতি হলিউডে সাড়া জাগানো মুভি “ক্যাপ্টেন মারভেল” এর “GOOSE” চরিত্রটি ভক্তদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এই “GOOSE” হলো একটি বিড়াল যার ক্ষমতার সাথে পরিচিত হতে অবশ্যই আপনাকে মুভিটি দেখতে হবে।যদিও এখানে বিড়ালটির কোনো সংলাপ নেই। তবে মুভিটি নিজে দেখার সময় এই বিড়াল কে বঙ্কিমচন্দ্রের প্রবন্ধের সংলাপ গুলো বলতে দেওয়া হলে কাহিনীর সাথে যে কিভাবে খাপখেয়ে যেত সেটা কল্পনা করেই ষোলআনা আনন্দ পেয়েছি।

 

 

 

 

 

 

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

মধ্যরাতে একা একা মোহাম্মদপুর চ্যানেল পাড়ি দিয়ে বিশ্বরেকর্ড গড়লেন পোনা মিয়া

পরীক্ষা বাতিল হওয়ায় ১ম -৩য় শ্রেণীতে ভর্তি হতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দীর্ঘ লাইন