in

ভাল্লাগসেভাল্লাগসে

এবারের “কঠোরতম” লকডাউনে যে ৫টি কাজ না করলে আপনার এই লকডাউনটাও বৃথা

লকডাউনে থাকতে থাকতে আমাদের কাজকর্ম কিংবা পড়াশোনার ধরন অনেকটাই বদলে গেছে। লকডাউনের সময় কাটাতে যারা প্রোডাক্টিভ কাজ করেছে এবং যারা কিছুই করেনি শুধু মুভি সিরিজ দেখেই গত এক-দেড় বছর কাটিয়ে দিয়েছে – সবাই এখন বোরড এবং পিসড অফ ! একই কাজ বাসায় বসে বসে আর কত? তাই আপনাদেরকে এমন কিছু কাজের কথা আজ বলবো যেগুলো এই কঠোর লকডাউনে আপনি ট্রাই করে দেখতে পারেন !!

১. মুভি সিরিজ দেখা (এবং রিভিউ করা) – যারা এতদিন প্রচুর মুভি-সিরিজ দেখেছেন বা আগে থেকেই দেখে অভ্যস্ত তারা এবার দেখার পাশাপাশি রিভিউ লিখতে পারেন বা ভিডিও বানিয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবে পোস্ট করতে পারেন।

via GIPHY

 

২. নতুন স্কিল শেখা (পাশাপাশি অন্য কাউকে শেখানো) – লকডাউনকে কাজে লাগানোর জন্য যারা নতুন কোনো স্কিল শিখছেন তারা কিন্তু নিজে শেখার পাশাপাশি ঐ স্কিল অন্য কাউকে শেখাতেও পারেন। শিখন আর শিক্ষণের এই প্রসেসে আপনিই কিন্তু বেশি উপকৃত হবেন।

via GIPHY

 

৩. রান্নাবান্না করা (আগের চেয়ে একটু সিরিয়াসলি) – কুকিং যেহেতু একটা বেসিক লাইফ স্কিল যা সবারই জানা উচিত। তাই লকডাউনে আমরা যারা কুকিং ভিডিও দেখে কয়েকটা আইটেম বানিয়েছি; নিজে খাওয়ার জন্য বা স্টোরি দেওয়ার জন্য, তারা কিন্তু ব্যাপারটাতে আরো সিরিয়াস হতেই পারি !

via GIPHY

 

৪. মেন্টরের সাথে যোগাযোগ রাখা (এবং নিজেও মেন্টরিং করা) – লাইফে প্রয়োজনীয় দিক নির্দেশনা বা সঠিক ডিসিশন নেওয়ার ব্যাপারে হেল্প করার জন্য একজন মেন্টর থাকা জরুরি এবং আমাদের অনেকেরই আছে । তার সাথে যোগাযোগ রাখবেন যে কি কি করা যায় । সেই সাথে জুনিয়র কাউকে মেন্টরিং করার সুযোগ পেলেও তা হাতছাড়া করবেন না।

via GIPHY

 

৫. লিংকড ইন একাউন্ট ওপেন করা (আগে থেকেই করা থাকলে আপডেট করা) – আপনি স্টুডেন্ট হন বা চাকুরীজীবী, ইন্টার্ন কিংবা ক্ষুদ্র ব্যবসায়ী – লিংকডইন-এ আপনার একটা গোছানো প্রোফাইল থাকা খুবই জরুরি। তাই এই লকডাউনে সময় নিয়ে আপনার লিংকডইন প্রোফাইল টা আপডেট করুন, এমনভাবে যেন পরবর্তীতে ছোট বড় যেকোনো আপডেট করা আপনার জন্য সহজ হয়ে যায়।

via GIPHY

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

Baby Face হলে যে ৮টি প্যারার সাথে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়

Quiz: কুইজ খেলে জেনে নিন কোন App এ আপনার Soulmate খুঁজে পাবেন