সোশ্যাল মিডিয়াতে অনেক কাজ করার বেলায় সতর্ক থাকতে হয়। কে কি মনে করলো, কোন ডিজিটাল আইনের বিরুদ্ধে কথা বলা হয়ে গেল এসব নিয়ে অনেকক্ষণ চিন্তা করতে হয়। তবে কয়েকটা “অপরাধমূলক” কাজ কিন্তু আপনি ঠিকই করতে পারেন যা করা মোটামুটি বৈধ ।
১. কারো পোস্টে “ভাই/আপু, পাবলিক করেন” – এটা কমেন্ট করার পর পোস্টটা শেয়ার না করা।
via GIPHY
২. বন্ধুর প্রোফাইল পিকচারে কিছুক্ষণ পর পর রিয়্যাক্ট চেঞ্জ করে আলাদা আলাদা রিয়েক্ট দিয়ে তাকে কনফিউজড করে ফেলা
via GIPHY
৩. কারো সাথে খুব সুন্দর একটা ছবি বা ভিডিও আপলোড করার পর ইচ্ছা করেই তাকে ট্যাগ না করা
via GIPHY
৪. যে গ্রুপ ছবিতে তে নিজেকে অন্য সবার চেয়ে তুলনামূলক ভাবে বেশি ভালো লাগছে সেই ছবি টাই আপলোড করা (তার মানে এই না যে অন্যদেরকে ফালতু লাগছে এমন ছবি আপলোড করবেন)
via GIPHY
৫. পান থেকে চুন খসলেই আইডি ডিঅ্যাক্টিভ করে দেওয়া, যখন ইচ্ছা হবে তখন আবার অ্যাক্টিভ করা
via GIPHY
৬. যেসব গ্রুপে মানুষ অকারণে কথা বলে সেগুলো চিরদিনের জন্যে মিউট করে রাখা বা হঠাৎ কোনো শুভদিনে লিভ নিয়ে নেওয়া
via GIPHY
৭. আপনার আত্মীয় স্বজন, টিচার বা যাকে আপনি ফ্রেন্ডলিস্টে রাখতে চান না তাদের ফ্রেন্ড বা ফলো রিকুয়েস্ট জীবনেও এক্সেপট না করা