in , ,

ভাল্লাগসেভাল্লাগসে মাইরালামাইরালা কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম

ঢাকার যানজটকে হাসিমুখে মেনে নিতে গঠিত হলো ‘হাসিমুখে যানজট উদযাপন কমিটি’ (হাযাউক)

ঢাকার রাস্তার জ্যাম ঢাকার গর্ব, গিনেসবুকে নাম তোলা জ্যামকে যাতে মানুষ আরো উৎসাহ উদ্দিপনার সাথে গ্রহণ করে রাস্তায় চলাচল করে, সে লক্ষ্যে ঢাকার রাস্তায় জ্যামে বসেই গঠিত হলো হাসিমুখে যানজট উদযাপন কমিটি (হাযাউক)। এ কমিটির সভাপতি হিসেবে খোলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিস্টার বিটলারুজ্জামানকে মনোনিত করেছে কমিটির বাকি সদস্যরা।

এ ব্যপারে বিটলারুজ্জামানকে জিজ্ঞেস করা হলে তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে বসে দশ টাকার ছপ সিঙ্গারার লাঞ্চ প্যাকেজ খেতে খেতে আমাদের বলেন, “দেখেন আমাদের শহরে যা আছে তা বিশ্বের আর কোন শহরে নেই, এমন জ্যাম, এমন ধুলা আর বিশ্বের আর কোন শহরে আছে আমাকে বলেন! আমাদের জ্যাম গিনেস বুকে নাম তোলার যোগ্যতা রাখে; তাই এমন গর্বের বিষয়কে হাসিমুখে আনন্দের সাথে মেনে নিতে ক্ষতি কি! আপনারা খালি কিছু হলেই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করেন কিন্তু ভেবে দেখেন আপনি দিনের বিশাল একটা সময় রাস্তায় জ্যামে কাটিয়ে দেন, এ সময়টা হাসিমুখে আপনার শরীর মন সবই সুস্থ থাকবে”।

এদিকে ‘হাযাউক’ গঠন হওয়ার পর বিশ্বের সকল প্রান্তে পড়ে গেছে হইচই। বড় বড় বিশ্ব নেতা ও সেলিব্রেটিরা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। হাসিমুখে জ্যামকে মেনে নেওয়ার এসকল উদ্যোগ তারা তাদের দেশেও নিতে আগ্রহ প্রকাশ করেছেন।

কান্নাডার প্রেসিডেন্ট জাস্টিন বিবারের দুলাভাই জাস্টিন মুঠো এক ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন “আমার দেশে জ্যাম নাই কিন্তু তার পরেও আমার দেশে হাযাউক এর কমিটি চাই, লাগলে বিটলারুজ্জামান কে আমরা কানাডার পাবনায় নাগরিকত্ব দিয়ে নিয়ে আসবো, তাও ‘হাযাউক’ আমার চাই ই চাই”।

বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

যে ১০টি কারণে জীবনে অন্তত একবার একা ঘুরতে যাওয়া উচিত

যে ১০টি কারণে মমতাজ বু গেয়েছিলেন, বন্ধু তুই লোকাল বাস