in

ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম কস্কি মমিনকস্কি মমিন মাইরালামাইরালা

বইপোকা মানুষদের জীবন থেকে নেয়া ৮টি ঘটনা

যারা নিজের পার্টনারের থেকেও বই বেশি পছন্দ করেন, তাদের জীবনে রয়েছে আলাদা কিছু অভিজ্ঞতা, যা শুধু তারাই রিলেট করতে পারে। আজ তাই থাকছে বইপোকাদের তেমন কিছু অভিজ্ঞতার একটি ছোট্ট তালিকা!

১. কাউকে বই ধার দিতে হলে আপনার বুকে চিনচিন ব্যথা করে

via GIPHY

 

২. নীলক্ষেতে, নিউমার্কেট এরিয়াতে গেলে আপনার পকেট খালি করে বাসায় ফিরতে হয়

via GIPHY

 

৩. পড়া হয়নি এমন অনেক বই আপনার বুকশেল্ফে থাকলেও নতুন বই কেনার লোভ আপনি সামলাতে পারেন না

via GIPHY

 

৪. পুরোনো বই এবং পুরোনো বইয়ের গন্ধ আপনার অত্যন্ত প্রিয় একটি জিনিস

via GIPHY

 

৫. কলেকশনের অর্ধেক বই বন্ধুরা গুম করে দিয়েছে বলে আপনার ভীষণ আফসোস হয়

via GIPHY

 

৬. কেউ যখন বই হাতে নিয়ে ভাজ করে তখন আপনার ভীষণ OCD হয়

via GIPHY

 

৭. আপনি কোথায় এক দিনের জন্য ঘুরতে গেলেও সাথে ২/১ টা বই নিয়ে যান

via GIPHY

 

৮. অনেক এক্সক্লুসিভ এবং রেয়ার বই হাতে পেয়েও পকেটে টাকা না থাকায় আপনার মন খারাপ করে বাসায় ফিরতে হয়েছে

via GIPHY

What do you think?

Written by Fariha Rahman

Leave a Reply

Quiz: কুইজ খেলে জেনে নিন কার সাথে আপনার বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে

এক্সের সাথে নতুন করে আবার সম্পর্কে জড়ানোর আগে যে ৮টি বিষয় মাথায় রাখবেন