in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন

ইন্টারনেট দুনিয়ায় আমরা সবাই পাশের বাসার আন্টি হয়ে যাচ্ছি না তো?

পুরো দুনিয়াটাই এখন ইন্টারনেটে। দিনে ২৪ ঘন্টার ভিতর ১২ ঘন্টায় আমরা অনলাইন আছি এবং সোয়াইপ, ট্যাপ, স্ক্রল করে মনের ভাব ইন্টারনেটের খাতায় লিখছি। এদিকে ইন্টারনেট/সোশ্যাল মিডিয়া এখন যোগাযোগের অন্যতম বড় মাধ্যমে আমরা অনেকেই হয়তো না জেনেই এমন অনেক কিছু করছি, যা আমাদের অজান্তেই আমাদের ডিজিটাল আন্টিতে রূপান্তর করছে। একবার ভাবুনতো আমরা নিজেরা কতটা নিজেদেরই নিচে নামিয়ে আনছি? আপনিও যদি এই কাজগুলো মনের অজান্তে করে থাকেন তাহলে থামুন, আরেকবার ভাবুন!

১. বন্ধুদের মধ্যে কে কাকে বিয়ে করলো, বিয়েতে কি লুক দিয়ে সাজলো এইসব নিয়ে আমরা গ্রুপে ঘন্টার পর ঘন্টা প্যাঁচাল চালাচ্ছি

via GIPHY

 

২. কে স্লিম হলো, কে মোটা হলো, কে ফর্সা হলো কে কালো হলো, মানুষের ছবি দেখে তা নিয়ে ব্যাপক বিচার বিশ্লেষণ করছি

via GIPHY

 

৩. ফ্রেন্ডলিস্টে কে কাকে ডেট করছে, কার ব্রেকআপ হলো এইসব নিয়েও আলোচনা করার প্রয়োজন বোধ করছি

via GIPHY

 

৪. কোন নায়িকা স্লীভলেস পরলো কি ছবি পোস্ট করলো, তা নিয়ে রচনা লিখছি

via GIPHY

 

৫. মানুষের পোস্টে গিয়ে তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপারগুলো নিয়ে নিজেদের মতামত জানাচ্ছি। একই সাথে কেউ প্রতিবাদ করলে তাকে “এটা পাবলিক প্লাটফর্ম, মানুষের কথা শুনতে না পারলে পোস্ট কেন করসেন?!” এমন খোঁড়া যুক্তি শুনাচ্ছি।

via GIPHY

 

৬. স্রোতে গা ভাসিয়ে নিজেকে কুল প্রমান করতে গিয়ে অযথাই ট্রেন্ডি জিনিস শেয়ার করছি

via GIPHY

 

৭.পাশের বাসার আন্টিরা যেমন নিজের ছেলে/মেয়ে/জামাইয়ের টাকা, সম্পদ নিয়ে যেমন বড়াই করে, ঠিক তেমনি করে আমরা নিজের অর্থ উপার্জন, বিলাসিতা নিয়ে নিজের ঢোল নিজেই পিটিয়ে যাচ্ছি

via GIPHY

What do you think?

Written by Fariha Rahman

Leave a Reply

মুখের উপর সত্য বলে দেওয়া মানুষগুলোকে যে ৮টি অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়

Quiz: জেনে নিন ঢাকা শহরের কোন এলাকাটি আপনি?