in

মাইরালামাইরালা কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম ভাল্লাগসেভাল্লাগসে

রাউটার অফ করে অন করলেই কোভিড-১৯ সেরে যাবে বলে জানিয়েছে এক ইন্টারনেট ব্যবসায়ী

রাউটার অফ করে অন করে অন করলেই কোভিড-১৯ এর সমস্যা ঠিক হয়ে যাবে বলে জানিয়েছেন বাড্ডার রাতুল নামের এক আইএসপি ব্যবসায়ী। জানা যায়, তিনি নিজের ফেসবুক একাউন্ট থেকে লাইভে এসে এমন দাবি করেছেন।

এমন ঘোষণার পর থেকেই বিশ্বজুড়ে পড়ে গেছে তোলপাড়, আর রাতুলের এমন আবিস্কারের জন্য তাকে বিশ্বের বাঘা বাঘা দেশ নিজেদের দেশের রাউটার অফ করে অন করার দায়িত্ব রাতুলের হাতে দিতে চায়। তবে রাতুল আপাতত বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশের রাউটার অফ করে অন করবেন না বলে জানিয়েছেন। তিনি আরও বলেন- “ভাই, এমন সমাধান আমি আগেই জানতাম কিন্তু বলিনি। কারণ আমি এই সমাধান স্বপ্নে না দেখা পর্যন্ত অপেক্ষা করেছি, শুধুমাত্র এই সমাধানের ভেরিফিকেশনের জন্য। যেহেতু সূত্র মতে, স্বপ্নে পাওয়া সমাধান ছাড়া আর কোনো সমাধানই কাজে লাগে না।”


এদিকে রাতুলের এমন আবিস্কারের পর এলন মাস্কের কোম্পানি অন্য সবকিছু প্রস্তুত করা বন্ধ করে শুধু রাউটার বানানো শুরু করেছে, এ ব্যাপারে এলন মাস্ক আমাদের বলেন- “রাতুল ভাই যেভাবে ভেবেছেন, আমরা সেভাবে তো ভেবে দেখিনি। মানবসভ্যতাকে বাঁচাতে রাতুল ভাইয়ের এমন আবিস্কারের জন্য মানবজাতি তাকে সারাজীবন মনে রাখবে। ভাভাভো ভাভা ভাবা যায়, শুধুমাত্র রাউটার অফ করে অন করলেই এমন মহামারী থেকে আমরা বেঁচে যাবো। এই সহজ কথাটা আমরা এতদিন বুঝিনি? আশ্চর্য!!”

বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

হোম কোয়ারেন্টিনে সিঙ্গেলদের জীবনে নেমে আসা এই ৮টি বিপর্যয়, সত্যিই দুঃখজনক

যে ১০টি ব্যাপার নিয়ে আমরা সবাই কম বেশি মিথ্যা বলি