in

ভাল্লাগসেভাল্লাগসে মাইরালামাইরালা কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম

যে ৭টি কারণে কর্কটরাশির মানুষদের থেকে কিছুটা দূরে থাকাই ভালো

দেখতে দেখতে চলে এসেছে কর্কটরাশির সিজন। সব রাশির মানুষদের মধ্যেই কিছুটা খারাপ দিকও থাকে! তাই এই রাশির মানুষদের কাছ থেকে কেন কিছুটা নিরাপদ দূরত্ব বজায় রাখবেন, সেটা নিয়েই আমাদের আজকের লিস্ট!

১. এরা প্রচুর ইমোশনাল এবং বেশিরভাগ সময়ই নিজের আবেগ একদম কন্ট্রোল করতে পারে না

via GIPHY

 

২. মানুষ হিসেবে এরা বেশ পজেসিভ, তাই কাছের মানুষদের ভালোই প্যারা দিতে জানে

via GIPHY

 

৩. নিজের যা চাই- তা পাবার জন্য, এরা যেকোন টাইপের ড্রামা করতেই রাজি

via GIPHY

 

৪. এদের মুড সুইং অন্য লেভেলের হয়, কখন কোন বিষয়ে এদের মন খারাপ হয়ে যায়, এরা নিজেরাও অনেক সময় বুঝে না

via GIPHY

 

৫. এরা সাধারণত বেশিরভাগ বিষয় নিয়েই ওভারথিংক করে এবং নেগেটিভ ধরনের মনোভাব রাখে

via GIPHY

 

৬. এরা খুব একটা straight forward হয় না, আর নিজের মনের কথা সরাসরি প্রকাশ করে না বলে প্রায়ই নিজের এবং অন্যদের জন্য ঝামেলা সৃষ্টি করে

via GIPHY

 

৭. যেকোনো পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেয়া অথবা প্রয়োজনে নিজেকে বদলে ফেলাটা, এদের জন্য খুব একটা সহজ নয়

via GIPHY

What do you think?

Written by Maisha Farah Oishi

জীবনটা আসলে হিজিবিজি হিজিবিজি

Leave a Reply

Quiz: জেনে নিন জয়া আহসানের উপর আপনার ক্রাশের মাত্রা কত পার্সেন্ট

বার্সার সাথে চুক্তি শেষ তাই লকডাউন দেখতে ঢাকা আসছে বেকার মেসি