ঢাকা থেকে কুকুর তাড়ানোর খবর শুনে ঢাকায় মিশনে আসছেন কুকুরপ্রেমী বলে খ্যাত জন উইক। নিজের টুইটার অ্যাকাউন্টে “কুত্তা তাড়াইলে সুদির ভাই গ্যাঞ্জাম লাগায়া দিমু” লিখে টুইটও করেছেন তিনি। এ ব্যাপারে জানার জন্য সরাসরি জন উইক ভাইকে ফোন দিলে তিনি বলেন “আমি কুকুরপ্রেমী, আমি বেঁচে থাকতে একটা শহর থেকে কুকুর তাড়িয়ে দেওয়া হবে এটা হতে দেওয়া যায়না, আমার নাম জন উইক হইতে পারে মাগার আমি মানুষটা এত উইক না তাই আমি ঢাকা শহরের সকল কুকুরকে বাঁচাতে ঢাকায় আসবো। তবে আমার কাজী মারুফ ভাইয়ের কালো বন্দুক লাগবে আমার নিজের বন্দুকে জং ধরে গেছে, আর কাজী মারুফ ভাইয়ের কুত্তার বাচ্চা গালি লাইভ শোনার ইচ্ছাও আছে, আমার এই মিশনের মূল প্রতিপাদ্য হচ্ছে দুনিয়ার কুকুর এক হও লড়াই করো। বাকি সাক্ষাতে বলবো নে আমার ইনকামিংয়ে টাকা কাটে ভাই।” বলে জন উইক ভাই ফোন কেটে দেন।
জন উইক ভাই আসার খবর শুনে স্বস্তির বাতাস বইছে নিখিল ঢাকা কুকুর সমাজে, কুকুররা এলাকায় একজোট হয়ে ঘেউ ঘেউ করে জন উইক ভাইকে স্বাগতম জানাচ্ছে।
বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।