ভালোবাসা সবসময়ই মধুর কিন্তু প্রতি বছর ১১ হাজারেরও বেশি মানুষ জীবনের আশা হারায় শুধুমাত্র হতাশার কারণে। এর প্রধান কারণ মানুষ যখন নিজের ভালোবাসার মানুষটিকে হারায় তখন সবচেয়ে বেশি আঘাত পায়। মানুষ নিজেকে অসহায় মনে করতে থাকে আর এই অসহায়ত্ব তাকে ধীরে ধীরে আত্মহননের মতো কঠিন সিদ্ধান্তের দিকে নিয়ে যায়। জীবনের অন্ধকার গলি থেকে অনেকেই নিজের প্রচেষ্টায় ফেরত আসতে পারলেও বেশির ভাগই পারেনা। এর প্রধান কারণ কেউ হতাশায় পড়লে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ঐ মুহূর্তগুলোতে হতাশাগ্রস্থ ব্যক্তিটির পাশে থেকে তাকে যেকোনো সিদ্ধান্তে সহায়তা করা। আর এই কাজটিই করে যাচ্ছেন “কান পেতে রই” নামক একটি প্রতিষ্ঠান। তারা পথ দেখাচ্ছেন কিভাবে নিজেকে ভালোবাসতে হয়। তাদের এমন মহৎ কাজের জন্য আমাদের পক্ষ থেকে সাধুবাদ। এই ভালোবাসা দিবসে আকিজ সিরামিকসের সহায়তায় তারা একটি ছোট্ট গল্প নিয়ে এসেছেন সবার জন্য। গল্পটি দেখুন –
নিজের হতাশার সময়ে সাহায্য পেতে “কান পেতে রই”-এর হেল্পলাইন নম্বর ০১৭৭৯৫৫৪৩৯১-এ যোগাযোগ করুন। “কান পেতে রই” সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- http://shuni.org/