in

ভাল্লাগসেভাল্লাগসে

যেসব কারণে ‘কারাগার’ সাম্প্রতিক বাংলা ওয়েব সিরিজগুলোর মধ্যে সেরা

স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পাওয়ার পর থেকেই প্রশংসায় ভাসছে ‘কারাগার’ সিরিজটি। যদি না দেখে থাকেন, তাহলে অবশ্যই সময় বের করে দেখে নিন, তা না হলে কিন্তু দারুণ কিছু মিস করবেন! সিরিজটি কেনো সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা সিরিজ, সেটার পক্ষে কিছু যুক্তি দেখে নেয়া যাক.

১. তুমুল প্রশংসিত ওয়েব সিরিজ ‘তাকদীর’-এর পর আবারও একসঙ্গে পর্দায় ফিরেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী এবং নির্মাতা সৈয়দ আহমেদ শাওকি, এবং তারা একসাথে মিলে আবারও পর্দায় ম্যাজিক ক্রিয়েট করেছেন।

via GIPHY

 

২. চঞ্চল চৌধুরীর অভিনয় বরাবরই সেরা, তবে এই সিরিজে তাকে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন এক রূপে, যেমনটা তাকে আগে কখনোই দেখা যায়নি। বলা বাহুল্য এবারও তিনি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন।

via GIPHY

 

৩. সিরিজটির অন্যান্য চরিত্রগুলোর কাস্টিংও চমৎকার হয়েছে এবং সবার অভিনয় ছিল দারুণ।

via GIPHY

 

৪. গল্পটিতে রয়েছে রহস্যের আভা, পুরোটা সময় দর্শকের মনোযোগ ধরে রাখার মতো করেই বানানো হয়েছে

via GIPHY

 

৫. সিরিজটি শুধু বাংলাদেশেই নয়, ভারতেও ভীষণ প্রশংসিত হয়েছে, মেকিং আর সবার পারফরম্যান্স মুগ্ধ করেছে ওপার বাংলার মানুষদেরও

via GIPHY

 

৬. সিরিজের টিজার এবং ট্রেইলার দেখে যতোটা আগ্রহ তৈরি হয়, প্রথম পার্ট দেখার পর সেই আগ্রহ এবং কৌতুহল আরো বহুগুণে বেড়ে যায়।

via GIPHY

 

৭. ভীষণ যত্নের সাথে প্রতিটি চরিত্রের পরিচয় করানো হয়েছে প্রথম পার্টে, গল্প যেভাবে আগানো হয়েছে ধারণা করা যায় পরবর্তী পর্বগুলোতেও দর্শক হতাশ হবেন না

via GIPHY

What do you think?

Written by Maisha Farah Oishi

জীবনটা আসলে হিজিবিজি হিজিবিজি

Leave a Reply

যেসব বৈশিষ্ট্য কারো থাকলে বুঝে নিবেন, মিথ্যা বলায় তিনি পিএইচডি অর্জন করে ফেলেছেন

অনন্ত জলিল-বর্ষা যেসব কারণে একেবারে Couple Goals