in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম কস্কি মমিনকস্কি মমিন

এক্সের সাথে নতুন করে আবার সম্পর্কে জড়ানোর আগে যে ৮টি বিষয় মাথায় রাখবেন

কথায় বলে মানুষের মন আর আকাশের রং ক্ষণে ক্ষণে পাল্টায়, নিজের মনেই যে কখন কি চলে অনেক সময় আমরা নিজেরাই জানি না। আর এসবের কারণে সম্পর্ক নিয়ে আমাদের জটিলতা কমেই না। ব্রেকআপ হয়ে যাওয়ার পর নতুন করে এক্সের সাথে আবার সম্পর্কে অনেকেই জড়ায়, সেটি কতটা যুক্তিযুক্ত সে তর্কে আপাতত না যাই। তবে এক্সের সাথে নতুন করে সম্পর্কে জড়ানোর আগে কিছু বিষয় একটু ভেবে নেওয়া দরকার।

১. দুইজনই সম্পর্ক নিয়ে সিরিয়াস, নাকি প্রেমের নামে লটরপটর করবেন?

via GIPHY

 

২. যেসব কারণে আগেরবার গ্যাঞ্জাম লেগেছিলো, সেগুলো নিয়ে আবার গ্যাঞ্জাম লাগবে নাকি?

via GIPHY

 

৩. বিশ্বাসটা আগের মতো আছে কি এখনও?

via GIPHY

 

৪. আপনার বর্তমান জীবনে এক্স ঠিকঠাক মতো ফিট হয়ে যেতে পারবে তো?

via GIPHY

 

৫. শুধু মুখের কথা নয়, তার আচরণ কার্যকলাপ ভালোমতো আরেকবার দেখুন

via GIPHY

 

৬. এক্স ছাড়া কেমন আছেন বা সে আসার পর জীবন কেমন হবে সবটাই ভাবুন

via GIPHY

 

৭. আপনার মন থেকে পুরোপুরি বের করে ফেলার পর নতুন করে শুরু করাটা ঠিক হবে তো?

via GIPHY

 

৮. দুইদিন আগে যাকে সাপ বলেছেন, তার সাথে কতটা সহজ হতে পারবেন?

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

বইপোকা মানুষদের জীবন থেকে নেয়া ৮টি ঘটনা

আপনার গার্লফ্রেন্ডের এই ১০টি স্বভাব থাকা মানে আপনি সত্যিই ভাগ্যবান