in

মাইরালামাইরালা

Extraction মুভির নামের শুরুতে Ex থাকায় মুভি ভালো হয়নি বলে দাবি, খিলক্ষেতের শাওনের

বহুল আলোচিত এক্সট্র্যাকশন মুভি অন্য কোন কারনে নয়, শুধুমাত্র নামের শুরুতে “এক্স” থাকার জন্যই নাকি ভালো হয়নি বলে দাবি করেছেন খিলক্ষেতের শাওন নামের তরুণ সিনেমাবোদ্ধা। এ ব্যাপারে বিস্তারিত জানতে শাওন ভাইকে ভিডিও কল দেওয়া হলে তিনি বলেন- “আরে মিয়া সিম্পুল ব্যাপার, আপনারা বুঝেন না, যার জীবনে এক্স থাকে তার জীবন ছারখার হয়ে যায়। সেই এক্সই তো আছে এই মুভিতে, এই মুভি ভালো হবে কেমনে আমারে বুঝান, যুক্তি দেখান? ঐদিন স্বপ্নে দেখলাম, জীবনে যত ভাল কাজ করসিলাম সব কাটাকাটি হয়ে গেসে আমার এক্সদের দোয়ায়। আসলে এই এক্সই যত নষ্টের গোড়া, হাজার লক্ষ কোটি পোলাপানের জীবনের মতো, আমার এক্সগুলাই তো আমার জীবনটা চ্যালেঞ্জিং করে দিসিলো।” বলেই শাওন ভাই বেশ খানিকটা আবেগী হয়ে যান এবং এক্সকে মনে করে কান্নাকাটি শুরু করে দিলে আমাদের প্রতিবেদক কল কেটে দেন।

এদিকে শাওন ভাইয়ের এমন বিবৃতির পর অভিনেতা ক্রিস ভাইও এক টুইট বার্তায় “এভাবে তো ভেবে দেখিনি” লিখে টুইট করেছেন। পাশাপাশি অনেক সিনেমাবোদ্ধা ও সিনেমা সংগঠন শাওন ভাইকে সহমত জানিয়ে আজীবন তার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে নেটফ্লিক্স কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। তারা দাবি করেছেন যে এই মুভি রিলিজ দিয়ে মানুষের মন এবং ফেসবুক ফিড থেকে করোনা আতংক সরানোই ছিল এর মূল লক্ষ্য।

বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

Quiz: ৬টি উত্তরে জেনে নিন Brooklyn Nine-Nine সিরিজের কোন ক্যারেক্টারটি আপনি

রমজান মাসের শুরুর দিকের যে ১০টি ঘটনা সবাই রিলেট করতে পারবে