in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম

“হাল্কা বাতাসে লুঙ্গি আকাশে, পেমেন্ট করুন বিকাশে” এই স্লোগানে লুঙ্গি বিক্রি করছেন খুলনার মতি

“হাল্কা বাতাসে লুঙ্গি আকাশে, পেমেন্ট করুন বিকাশে” এই স্লোগানে লুঙ্গি বিক্রি করছেন খুলনার মতি মিয়া নামের এক লুঙ্গি ব্যবসায়ী। মসলিন কাপড়ের মত হাল্কা কাপড় দিয়ে লুঙ্গি বানানোর জন্য সুখ্যাতি রয়েছে মতি ভাইয়ের, তাই তার দাবি হাল্কা বাতাস এলেই লুঙ্গি আকাশে উড়ে যায়, তবে লুঙ্গির মালিকের কি হয় এই ব্যাপারে কিছু বলতে তিনি রাজি হননি।

তবে আগে থেকেই সবকিছুতে বিকাশে পে করার সুবিধা থাকলেও, মতি মিয়া তার ক্রেতাদের জন্য বিকাশ পেমেন্টের সুবিধা যোগ করেছেন কিছুদিন আগে। এরপর থেকে তিনি নিজের স্লোগান পাল্টে এই নতুন স্লোগান রাখেন। এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য মতি ভাইয়ের দোকানে গেলে তিনি বলেন- “আমার দোকান থেকে লুঙ্গি কিনে বিকাশে পে করলেই ক্যাশব্যাকের সুবিধা আছে, এটা জানার পর থেকে দোকানে লুঙ্গি কেনার জন্য ভিড় লেগে গেছে, এলাকায় যারা লুঙ্গি পরতো না তারাও লুঙ্গি পরা শেখার কোর্স করছে আমার মতি লুঙ্গি লার্নিং (মতিলুল)) ইউটিউব চ্যানেল থেকে। আবার ক্যাশব্যাক ছাড়াও বিকাশ অ্যাপে পে করলে রয়েছে স্পেশাল ডিসকাউন্ট, যেটা কিনা আপনি নগদে মানে ক্যাশ টাকায় দিলে পাবেন না। তাই বিকাশের অপশনটা চালু করলাম।” তবে জনৈক ক্রেতা বিকাশ ছাড়া অন্য মাধ্যমে পেমেন্ট দেয়ার উৎসাহ দেখালে মতি মিয়া অবাক হয়ে জানান- “আরে ভাই, টাকা ক্যাশআউটের সুবিধা বিকাশেই সবথেকে ভাল, দেশের আনাচে-কানাচে সকল দোকান ছাড়াও ATM বুথ থেকে হাজারে মাত্র ১৫ টাকা দিয়ে বিকাশে টাকা তোলা যায়, এইটা আপনি জানেন না?” তাই মতি মিয়া অন্য সেবায় আগ্রহী নন, তার কথা হলো দাম সমান থাকলে সুবিধা কেন কম নিব?

এদিকে মতি ভাইয়ের এমন উন্নতি দেখে অন্যান্য লুঙ্গি ব্যবসায়ীরা সেফুদার মত হিংসে করে জ্বলে পুড়ে মরে যাচ্ছে বলে জানা যায়। তাই তারা গোপনে একজোট হয়ে উগান্ডা থেকে লুঙ্গি আমদানি করার কথাও ভাবছে। গভীর রাতে মতি ভাই থেকে কেনা হালকা লুঙ্গি পরেই গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য জানতে পেরেছে আমাদের প্রতিবেদক।

বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার

What do you think?

Leave a Reply

যে ৮টি ব্যাপার যারা সবজি পছন্দ করে না, তাদের জন্য বেশ রিলেটেবল

Quiz: জেনে নিন ভবিষতে আপনি কোন বাহনটির মালিক হতে যাচ্ছেন?