in

মাইরালামাইরালা

জীবিত নাকি মৃত সেটা নিজেই লাইভে এসে জানাবেন বলে আশ্বস্ত করেছেন কিম জং উন

জীবিত নাকি মৃত সেটা নিজেই লাইভে এসে জানাবেন বলে সবাইকে আশ্বস্ত করেছেন কিম জং উন। গত কয়েকদিন ধরেই কিম ভাই জীবিত, মৃত নাকি অর্ধমৃত তা নিয়ে বিশ্বব্যাপি চলছে নানান রকম জল্পনা কল্পনা, তবে গতকাল কিম ভাই নিজের দেশের অংশ বলে দাবি করা ব্রাহ্মণবাড়িয়ার “ব্রাহ্মণবাড়িয়া ব্রডকাস্টিং কর্পোরেশন (BBC)” কে এক গোপন ইন্টারভিউয়ে জানিয়েছেন যে তিনি জীবিত না মৃত, তা তিনি নিজেই লাইভে রায়হান ভাইয়ের মত নেচে গেয়ে জানাবেন। কিম ভাইয়ের ইন্টারভিউ নেওয়া BBCর ভাইটি আমাদের বলেন- “কিম ভাই সত্যিই অনেক মহানুভব, তিনি নিজে থেকেই আমাদের ফোন দিয়েছেন, ফোন দিয়ে বললেন kara mama ka kabar? আমি এখনো বাইচ্চা আসি, তোরা কান্দিস না, আমি লাইভে আইসা জানামু বাঁইচা আসি না মইরা গেসি। এরপর আমি তাকে যখন জিজ্ঞেস করি, কিম ব্রো মরে গেলে লাইভে আসবেন কিভাবে? তিনি আমাকে গোলাপী আপার মত ‘চুপ থাকো বেয়াদপ’ বলে ফোন কেটে দেন।”

কিন্তু এদিকে কিম ভাইয়ের লাইভ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার আমেরিকান বন্ধু দেলোয়ার হোসেন টেলু ওরফে ট্রাম্প। ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন- “কিমের বাটিছাট চুল অনেকদিন ধরে দেখি না, তাই মনটা খুব স্যাড লাগে। বন্ধু আমার লাইভে আসলে মনটা একটু ঠান্ডা হবে”

তবে বাংলাদেশে দেখা গেছে ভিন্ন চিত্র। এখানকার অনেক ফেসবুক বোদ্ধাকে দেখা গেছে কিম ভাইয়ের মৃত্যু সংবাদ নিয়ে স্বয়ং কিম ভাইয়ের পরিবারের চেয়েও বেশি চিন্তিত। অন্যদিকে কুমিল্লায় “কিম ভাইয়ের পাগলা ফ্যান” নামক এক ফেসবুক গরুপ থেকে উনার সুস্থতা কামনা করে ইতিমধ্যে Zoom লাইভে মিলাদ আয়োজন করা হয়েছে বলে জানা যায়।

বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

বিয়ের পর জীবন পাল্টে যাওয়ার ১০টি অতি বাস্তব নমুনা

গতবছরের মতো এবারের রমজান মাসও যে ৬টি কারণে আলাদা