in

ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম

যে বাস্তব শিক্ষাগুলো জীবনে এগিয়ে চলার ক্ষেত্রে সবারই জেনে রাখা দরকার

প্রতিটি মুহূর্তকে রাঙিয়ে জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াই সংগ্রাম। সেই সংগ্রামের গল্প মানুষ আর মননভেদে নানারকম। একেক জনের গল্প একেক রকম হলেও সবার জীবনই সামনে এগিয়ে যায়। যে বাস্তব শিক্ষাগুলো আমরা সবসময় মনে রাখলে জীবনে এগিয়ে চলা আরো সহজ হবে, তা নিয়েই আজকের লিস্ট

১. মুঠোফোন বা সামাজিক দুনিয়াই জীবনের সব না, অন্যের সাফল্যের ছবি দেখে মন খারাপ না করে নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন। নিজের শখকে গুরুত্ব দিন।

via GIPHY

 

২. শুধু পরিশ্রমেই জীবনে সাফল্য আসে না, পরিশ্রমের সঙ্গে বুদ্ধিবৃত্তিক সিদ্ধান্ত গ্রহণ ও সৃজনশীলতাকে যোগ করতে হয়। বছরের পর বছর একই কাজ করতে করতে জীবনকে কখনোই একঘেয়েমির বৃত্তে আটকে ফেলবেন না, সিদ্ধান্ত নিয়ে ঝুঁকি নিতে শিখুন।

via GIPHY

 

৩. আবেগ, অনুযোগ কিংবা অভিযোগ-কোনো কিছুই জীবনে চিরস্থায়ী না। আজ আপনার কাছে যাকে ভালো লাগছে, কালকে তাকে আপনার ভালো না-ও লাগতে পারে। আজ যারা আপনার খুব কাছের মানুষ, তারা সবসময় একইভাবে আপনার পাশে না-ই থাকতে পারে

via GIPHY

 

৪. জীবন সবসময়ই সচল। আপনি যদি আজ নিজের চাকরি ছেড়ে দেন তাহলে কর্মস্থলে সাময়িক সমস্যা তৈরি হবে, কিন্তু খুব দ্রুত আপনার উপস্থিতি সবাই ভুলে যাবে। তেমনি আজ আপনি হয়তো বন্ধুমহলে বেশ জনপ্রিয়, আপনাকে ছাড়া কোনো আড্ডাই জমে না। জেনে রাখুন, আপনি না থাকলেও আড্ডার রং কোনো অংশেই মলিন হবে না।

via GIPHY

 

৫. আর্থিক স্বাধীনতা জীবনে স্বাচ্ছন্দ্য এনে দেয়, ধার করার অভ্যাস কিংবা ঋণে নিজেকে জড়াবেন না। যতটা আয় করবেন, তা বুঝে ব্যয় করতে শিখুন।

via GIPHY

 

৬. অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করুন, দামি ব্র্যান্ডের ব্যাগ কিনলে যতটা আনন্দ মেলে, হয়তো কোথাও ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা আরও আনন্দ দেবে। বস্তুগত আনন্দের চেয়ে অভিজ্ঞতা, স্মৃতি জমানোর দিকে মনোযোগ দিন।

via GIPHY

 

৭. নানা কারণে ব্যর্থতা আর শোক জীবনে আসতে পারে। জেনে রাখুন, সব দুঃখই ধীরে ধীরে হালকা হতে থাকে। সময়ের সাথে না এটা তো ইয়ে জানা সব দুঃখ কাটিয়ে সাধারণ জীবনে অভ্যস্ত হয়ে পড়ি আমরা।

via GIPHY

What do you think?

Written by Maisha Farah Oishi

জীবনটা আসলে হিজিবিজি হিজিবিজি

Leave a Reply

যে ৬টি কারণে মিথুন রাশির মানুষদের সাথে প্রেম না করাই ভালো

Quiz: ডিনারের আইটেম বেছে জেনে নিন, গরম সহ্য করার ট্রেনিং নিতে আপনার কি করা উচিত