আপনার ঘরে যদি বাবা-মায়ের ঝগড়া লাগার পর হুদাই ঝাড়ি খেয়ে থাকেন কিংবা তাদের কবুতর হিসেবে কাজ করেন, তবে আজকের লেখাটি আপনারই জন্য। বাংলাদেশি বাবা-মায়েদের একে অন্যের সাথে করা এই আচরণগুলো মোটামুটি বেশিরভাগ ঘরেই একইরকম
১. দুনিয়া উল্টে গেলেও মায়ের পছন্দের সিরিয়ালের সময় অন্য কিছু দেখা যাবেনা
via GIPHY
২. বাবা-মায়ের ঝগড়া মানেই দোষ না থাকলেও ছেলেমেয়েদের হুদাই তাদের থেকে ঝাড়ি খেতে হবে
via GIPHY
৩. প্রতিবেশী বা আত্মীয়দের সম্পর্কে বদনাম করা হচ্ছে ultimate couple bonding exercise.
via GIPHY
৪. অতিথিদের সামনে বউয়ের হাতের রান্নার কোনো সমালোচনা করা যাবে না, বিশেষ করে নিজের বাড়ি অর্থাৎ বউয়ের শ্বশুরবাড়ির লোকদের সামনে এটি করা তো রীতিমত পাপ
via GIPHY
৫. বুয়ারা বাড়ির অন্যান্য সদস্যদের থেকেও গুরুত্বপূর্ণ
via GIPHY
৬. ঝগড়ার সময় ছেলেমেয়েরা বাবা-মায়ের কবুতর হিসেবে কাজ করবে
via GIPHY
৭. দুনিয়ার সব ব্যাপারে দ্বিমত থাকলেও, ছেলেমেয়েদের সন্ধ্যার মধ্যে বাসায় আসার ব্যাপারে বাবা-মা সবসময় একমত থাকবে