in

মাইরালামাইরালা

বাস্তব জীবনে কোপাকুপিতে ওস্তাদ যে ৬ ধরনের মানুষকে দিয়ে এই ঈদে মাংস কাটাবেন

কোরবানির মাংস নিজেরা নিজেরা কাটতেই ভাল্লাগে, অনেকে আবার কসাইদের উপরেই পুরো দায়িত্ব দিয়ে রাখেন। তবে মাংস কে ঠিকমত কাটবে বা কোপাবে তা ডিপেন্ড করে কে কত ভালো কোপাকুপি করতে পারে। বিশেষ করে রিয়েল লাইফে কোপাকুপিতে এক্সপার্ট এরকম লোকজনকে এই দায়িত্ব দিয়ে দিতে পারেন নিশ্চিন্তে !

১. ব্রিলিয়ান্ট স্টুডেন্ট – অনলাইন হোক কিংবা অফলাইনে, এরা ছোট বড় সব এক্সামেই “কোপ” দেয়। তাই মাংস কাটাবেন এদেরকে দিয়েই।

via GIPHY

 

২. ভালো চাকরিজীবী – এরা জব মার্কেটে “কোপ” দিয়ে বেশ ভালো জব করছে। ঈদের দিন ডাক দিয়ে এনে মাংস কোপাতে দিবেন

via GIPHY

 

৩. গেমার – খুব ভালো গেইম খেলে সবার কাছ থেকে “কোপ মামা, কোপ” শুনে শুনে অভ্যস্ত – এরকম ছেলেদেরকে মাংস কাটার ছুরি, দা, বটি দিয়ে বসিয়ে দিবেন

via GIPHY

 

৪. ভালো শপার – শপিং করতে গিয়ে ডিসকাউন্টে বা দামাদামি করে যারা রীতিমত “কোপ” দিয়ে আসে, তাদেরকে এবার আসল জায়গায় কোপ দিতে বসিয়ে দিন নিঃসন্দেহে

via GIPHY

 

৫. হেলদি রিলেশনশিপে থাকা ব্যক্তি – নিজের চেয়ে ওভার-কোয়ালিফাইড কারো সাথে হেলদি রিলেশনশিপে গিয়ে যে ব্যক্তি “কোপ” দিয়েছে, তাকে এবার কুরবানির মাংসেও কোপটা দিতে বলবেন

via GIPHY

 

৬. ভালো ডিলার – নতুন বা পুরোনো জিনিস কেনা কাটা সংক্রান্ত যেকোনো ডিলে যারা সুযোগ পেলেই বড় ধরনের “কোপ” দেয়, তাদেরকেও মাংস কাটাতে বসিয়ে জায়গামতো কোপ দিতে বাধ্য করুন

via GIPHY

What do you think?

Written by Efter Ahsan

Leave a Reply

Quiz: কুইজ খেলে জেনে নিন বিড়াল হয়ে জন্ম নিলে আপনি কেমন বিড়াল হতেন

আপনার যে ৮টি লক্ষণ প্রমাণ করে আপনি একজন মিসির আলী