আমরা নিজেদের ঘর পরিষ্কার রাখা নিয়ে যতটা সচেতন, ঠিক ততটাই উদাসীন নিজের শহর কিংবা দেশ পরিষ্কার রাখা নিয়ে। আমরা অনেকেই হয়তো মনে করি একজন ব্যক্তির পক্ষে পুরো শহর বা দেশ নোংরা করা সম্ভব নয়। কিন্তু কখনোই এভাবে ভাবি না যে একজন একজন করে এভাবে প্রত্যেকেই যদি একই ভাবনা থেকে যেখানে-সেখানে ময়লা আবর্জনা ফেলে নোংরা করতে থাকি তাহলে এর প্রভাব অনেক বেশি। বরং আমরা প্রত্যেকেই যদি যে যার স্থান থেকে আবর্জনা মুক্ত রাখার চেষ্টা করি তাহলেই একদিন আমাদের শহর এবং আমাদের প্রিয় বাংলাদেশ হবে সুন্দর ও আবর্জনা মুক্ত। আসুন সবাই মিলে প্রতিজ্ঞা করি, বাংলাদেশকে আবর্জনা মুক্ত রাখার।
#১
#২
#৩
#৪
#৫
#৬
#৭