সারাদিন ফেসবুকে মুখ গুজে থাকার পরও তাদের একফোঁটা বিরক্ত লাগে না, নোটিফিকেশনের শব্দ তাদের কাছে নেশার মত কিংবা কোথাগেলে চেক ইন দেওয়া তাদের চাই-ই চাই। হ্যাঁ, কথা বলছিলাম ফেসবুক Addictদের নিয়ে, যাদের জীবনে এই অ্যাপের প্রভাব তাদের পরিবারের থেকেও বেশি। আজ জেনে নিন ফেসবুক Addictদের জীবন আসলে কেমন-
১. প্রতিবার নোটিফিকেশনের শব্দ পেলেই তাদের সেগুলো তাৎক্ষণিকভাবে চেক করতে হয়
via GIPHY
২. তাদের সারাদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে স্ক্রলিং করা
via GIPHY
৩. ও হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ কাজও আছে চেক ইন দেওয়া
via GIPHY
৪. কেউ যখন বলে “I’m Not On Facebook” ব্যাপারটা তাদের জন্য মেনে নেওয়া কস্টের হয়ে যায়
via GIPHY
৫. কোন কারণে ইন্টারনেট কানেকশন বা ফেসবুক সার্ভার ডাউন থাকলে সে সময়টা তাদের জন্য মহাযন্ত্রণার
via GIPHY
৬. নিজের জীবনের যাবতীয় ব্যাপারস্যাপার ফেসবুকে পোস্ট না করলে তাদের চলেই না
via GIPHY
৭. তাদের জীবন Pose. Click. Post. Repeat. এই মোডে চলতে থাকে সারাদিন
via GIPHY
৮. তারা মাঝেমধ্যে ট্রেন্ডি বিষয় নিয়ে রচনা বা প্যারাগ্রাফ জাতীয় স্ট্যাটাস দিতে ভালোবাসে