সারাদিন দৌড়ের উপর আর বন্ধুবান্ধবদের সাথে সময় কাটানো মানুষগুলোকে এখন দিনের পর দিন বাসায় কাটাতে হচ্ছে। ইন্ট্রোভার্টদের জন্য না হয় এখন কিছুটা হলেও সুখের সময়, কিন্তু এক্সট্রোভার্টদের জীবনটা তো এখন ধূ ধূ মরুভূমি ছাড়া আর কিছু নয়। তাই এই কোয়ারেন্টিনে কেমন কাটছে একেকজন এক্সট্রোভার্টের জীবন আজ সেগুলো একটু খুঁজে বের করলাম
১. ঘুমই এখন একমাত্র প্রকৃত বন্ধু
via GIPHY
২. এক্সট্রোভার্টদের জন্য এই সময়টা হচ্ছে জীবনের সবচেয়ে Dark time গুলোর মধ্যে একটি
via GIPHY
৩. একটু সুযোগ পেলেও বাইরে যাওয়ার জন্য মন সারাক্ষণ আকুপাকু করতে থাকে
via GIPHY
৪. কোয়ারেন্টিন শেষ হলে কোথায় ঘুরতে যাওয়া যায়, এসব ভেবেই এখন দিন কাটছে
via GIPHY
৫. গরম গরম সিঙ্গারা আর তারপর এককাপ চা উফ! এসব এখন কেবলই স্বপ্ন!
via GIPHY
৬. ব্যাচের ইন্ট্রোভার্ট বন্ধুদের কাছে থেকে সারভাইভাল টিপস নেওয়ার চেস্টা করতে থাকে কেউ কেউ
via GIPHY
৭. বাবুর সাথে দেখা করতে না পারার দুঃখে জীবনটা একদম বাপ্পারাজের মত হয়ে যাচ্ছে
via GIPHY
৮. এই সময়টার জন্য থিম সং হচ্ছে “কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই”, সারাদিন মনে কিংবা প্লেলিস্টে এই গানটাই বাজতে থাকে
via GIPHY
৯. আর যে এখন সিঙ্গেল তার জীবন তো একদম মরুভূমির প্রান্তর
via GIPHY
১০. নেটফ্লিক্স তো এখন হচ্ছে রোজই, কিন্তু চিলটা আর হচ্ছে না