ইন্সটাগ্রাম ইনফ্লুয়েনসার শব্দটি যাদের জন্য নতুন, তাদেরকে বলছি- এরা এক প্রকার উদ্ভট মানুষ। যারা ছবি তোলা, আপলোড করা এবং একটি মিথ্যা পার্সোনালিটি বানিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে। এরা সবসময়ই এদের চাকচিক্য জীবনকে তুলে ধরতে গিয়ে অনেক ধরণের কঠিন কার্যসাধন করে। তাই আজকে আমরা বোঝার চেষ্টা করব ঠিক কোন কোন কারণগুলোর জন্য তাদের জীবনটা এত কষ্টের!
১. ভাব নিতে গিয়ে নামি দামি ব্র্যান্ডের ফেক ২০০ টাকার জিনিসপত্রকে ২০০০০ টাকার অথেন্টিক জিনিসে রূপান্তর করতে হয়
via GIPHY
২. নিজের ছবি ফটোশপ করতে জানতে হয়, কারণ চোখের রং, চিকন কোমর, পিম্পিল হাইড না করলে চলে?
via GIPHY
৩. কিছু টাকার জন্য শত শত ফ্রি PR Package নিয়ে তা ব্যবহার করতে হয়! আই মিন জাস্ট ভাবুন, ফ্রি জিনিস ব্যবহার করা কি আর এত সহজ?
via GIPHY
৪. ঘন্টার পর ঘন্টা বসে হাজারখানেক ফিল্টারের মাঝে পারফেক্ট ফিল্টার খুঁজে বের করতে হয়
via GIPHY
৫. সবসময় নতুন নতুন ড্রেস পরে ছবি আপলোড করতে হয়। কারণ উনারা বিশ্বাস করেন এক ড্রেস দুইবার তো ক্ষ্যাত মানুষজন পরে
via GIPHY
৬. ৩/৪ ঘন্টা ধরে মেকআপ করার পরও মানুষজনকে বলতে হয় “I woke up like this”
via GIPHY
৭. এবং এক লাইনের সোজা বাংলা কথাকে ঘুরিয়ে ৫ পৃষ্ঠার ইংরেজি রচনা লিখতে জানতে হয়