পরিবেশ রক্ষার্থে সবার প্রথম শর্ত হলো যেকোনো ধরণের অপচয় রোধে সোচ্চার হতে হবে এবং নিজে তা মেনে চলতে হবে। আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য সবসময় যে কার্বন ট্যাক্স কিংবা বায়ো ফুয়েলের ব্যবহার নিয়ে কাজ করতে হবে এমন না। সবাই যার যার জায়গা থেকে ছোট ছোট কিছু কাজ করেও কিন্তু পরিবেশ রক্ষার্থে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলা যায়। চলুন জেনে নেই কীভাবে –
১. প্রতিবার বাজারে গিয়ে শপিং ব্যাগ না নিয়ে একই শপিং ব্যাগ পুনরায় ব্যবহার করুন
via GIPHY
২. সম্ভব হলে পুরোনো বা রিফারবিশড বই কিনুন, বইয়ের ভিতরে সব কিন্তু সেইম
via GIPHY
৩. কাঁচের বোতল যেখানে সেখানে ফেলে না দিয়ে ইন্টারনেট ঘেটে রি-ইউজ করার উপায় জেনে মনের মতো করে রি-ইউজ করুন
via GIPHY
৪. ওয়ান টাইম প্লাস্টিক স্ট্র এর পরিবর্তে স্টীলের তৈরী স্ট্র ইউজ করার অভ্যাস গড়ে তুলুন
via GIPHY
৫. প্লাস্টিকের ব্যাগ যদি ইউজ করতেই হয় তাহলে রি-ইউজ করুন, অন্যদেরকেও করতে বলুন
via GIPHY
৬. গোসলের সময় বালতিতে পানি নিয়ে গোসল করুন। শাওয়ার ছেড়ে গোসল করলে পানির অপচয় খুব বেশি হয়
via GIPHY
৭. ব্যক্তিগত গাড়ির চেয়ে প্রতিদিনকার যাতায়াতের জন্য পাবলিক ট্রান্সপোর্টকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করুন
via GIPHY
৮. পুরোনো নিউজপেপার ফেলে না দিয়ে রি-ইউজ করুন
via GIPHY
৯. প্লাস্টিকের তৈরী পানির বোতলের পরবর্তী মেটালের তৈরী বোতল ইউজ করার অভ্যাস গড়ে তুলুন
via GIPHY
১০. বিল দেন বলেই যে অযথা বিদ্যুৎ/পানি/গ্যাস ব্যবহার করবেন এমন অভ্যাস থেকে বেরিয়ে আসুন