in

মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে কস্কি মমিনকস্কি মমিন সেন্টি খাইলামসেন্টি খাইলাম

লোকাল বাসে উঠলে যে ১০ ধরনের যাত্রী আপনি দেখবেনই

লকডাউনের সময়টা কেটে গিয়ে আস্তে আস্তে মানুষ আবার বের হওয়া শুরু করেছে এবং পাবলিক ট্রান্সপোর্টে চড়া শুরু করেছে। কারণ শহরের মানুষদের বিরাট একটি অংশের চলাচলের একমাত্র উপায় হচ্ছে শহরের লোকাল বাসগুলো। আর এই বাসে উঠলে প্রতিদিন নতুন নতুন অনেক গল্পের দেখা মিলবেই। তবে কিছু চরিত্র যেগুলো মোটামুটি সব বাসেই প্রায় একধরনের, মানে যেকোন বাসে উঠলেই এই ধরনের চরিত্রের সাথে মিলে যাওয়া মানুষের দেখা আপনি পাবেনই।

১. পলিটিক্যাল অ্যানালিস্ট: এরা দেশ, রাজনীতি নিয়ে নিজের জ্ঞান বাসযাত্রীদের মাঝে বিলাতে ভালোবাসে

via GIPHY

 

২. ফাইটার: ১/২ টাকা ভাড়া নিয়ে কন্ডাক্টরের সাথে যুদ্ধ করতে ভালোবাসেন এনারা

via GIPHY

 

৩. কুম্ভকর্ণ: বাসে উঠেই এক ঘুমে বাসায় পৌঁছে যায় এরা

via GIPHY

 

৪. গল্পবাজ: পাশের মানুষের সাথে পুরো জার্নিতে নানান অহেতুক বিষয় নিয়ে গল্প করতে ভালোবাসেন এনারা

via GIPHY

 

৫. মিউজিক লাভার: বাসে উঠেই কানে একটা এয়ারফোন গুজে বাকি দিনদুনিয়া ভুলে যায় এরা

via GIPHY

 

৬. মিস্টার/মিস সহমত: ভালো না লাগলেও পাশের যাত্রীর সব কথা শুনে বাধ্য হয়ে মাথা ঝাঁকিয়ে সহমত সহমত করে যান এরা

via GIPHY

 

৭. ফাইটার ২: জানলার দখল নিয়ে অন্য যাত্রীর সাথে যুদ্ধে লিপ্ত হন এনারা

via GIPHY

 

৮. সিট হান্টার: তীব্র শিকারির মতো এদের চোখ কোথাও কোন সিট খালি হলেই সবাইকে ধাক্কা মেরে সিটের দখল নিতে এরা বেশ পারদর্শী

via GIPHY

 

৯. লাউড স্পিকার: ফোনে জোরে জোরে কথা বলে সবাইকে বিরক্ত করেন এনারা

via GIPHY

 

১০. Error: অন্য সিট খালি থাকা সত্ত্বেও এরা মহিলাদের সিটে গিয়েই বসবে

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

প্রিয় কার্টুন চরিত্র টমের টেমপ্লেটে রিলেটেবল ১০টি মিম

বাংলাদেশিদের জন্য পানি গরম করার প্রশিক্ষণ কোর্স চালু করলো অক্সফোর্ড