in

মাইরালামাইরালা কস্কি মমিনকস্কি মমিন ভাল্লাগসেভাল্লাগসে

ফুল বিক্রি করে গুলশানে ফ্ল্যাট কিনলেন ফুল ব্যবসায়ী তৈমুর খাজা

শুধুমাত্র ১৪ই ফেব্রুয়ারিতে ফুল বিক্রি করেই রাতারাতি ধনী হয়ে গেলেন ফুল ব্যবসায়ী তৈমুর খাজা। একই সাথে তিনি অর্জন করলেন সবচেয়ে দ্রুততম ধনী হওয়ার রেকর্ড। এমনকি তার সাথে দেখা করার জন্যে স্বয়ং ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের তিন সদস্য বিশিষ্ট একটি দল আজ বিকেল ৫ টায় ঢাকায় নেমেছেন। এদিকে তাদের জন্য বাংলাদেশ বিমানের টিকিট না পেয়ে গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডের দল ফেসবুক স্ট্যাটাস দিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন। উক্ত স্ট্যাটাসে উনারা লিখেছেন – “Dakha Nabo Todar, Todar Pasa Amadar R Pabina Salara”

তবে আমাদের বিশেষ প্রতিনিধি জনাব তৈমুর খাজার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন- “ভাই গতকাল রাতের বেলায় বৌয়ের মাইর থেকে বাঁচতে পাশের বাড়ি গেছিলাম লুকাইতে। হঠাৎ করেই ওই বাড়ির টয়লেটের পিছনে গোলাপ ফুল গাছ দেখে মনে হইলো একটা ফুল নিয়া যাই, তাতে যদি একটু রাগ কমে আর কি। কিন্তু বাড়ি ফিরে দেখি আমার বউ আরেকজনের লগে ফেসবুক মেসেঞ্জারে ভিডিও কলে ব্যস্ত। এই দুঃখে আমি সারারাত রাস্তায় রাস্তায় ঘুইরা ফুলটা হাতে নিয়াই ফুটপাতের উপর ঘুমায়া গেছিলাম হঠাৎ ভোর বেলায় এক পোলা আইয়া কইলো ভাই ফুলটা কত? আমি দাম বলার আগেই পোলাডা আমাকে ১০০ টাকার একটা নোট হাতে গুইজা দিয়া দৌড় দিল। তয় যাইতে যাইতে কইলো ভাই বাচাইলেন, ধন্যবাদ, নইলে আজকে খবর আছিলো। ঐ যে তখন থেইক্কাই আমার মাথায় আইডিয়াটা আসলো। আজকে সারাদিনে কতগুলি ফুল বিক্রি করছি তা জানিনা কিন্তু এইডা জানি যে সবাইকে সুযোগ বুঝে পুটু মেরে দিছি। প্রতিটা ফুলে আমি অতি সামান্য লাভ করছি। এইডাতো ভাই অপরাধের কিছু না, ১৪ই ফেব্রুয়ারি উনাগো লাভ-ভালোবাসার দিন আর আমার জইন্য লাভ-ব্যবসার দিন। এখন আমি সালমান বিএফ রহমানের পাশের বাড়িটা কিনতে চাই আর বাকি টাকা দিয়া বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স কিন্না ঐটারে ফুলের মার্কেট বানাইতে চাই। একটা নতুন বিয়া করতে চাই, আমার জন্য সবাই দোয়া করবেন। “

এই পর্যায়ে উনাকে এত সাহসের সিক্রেট জিজ্ঞেস করলে উনি বলেন- “আমি আসলে সুলাইমান মাখন ভাইয়ের মোটিভেশনে মোটিভেটেড বুঝলেন, আমারে উনার খাস ভক্ত বলতে পারেন, আমি চিন্তা করছি উনার জন্য আমার ফ্ল্যাটের একটা বারান্দা বরাদ্দ করুম। যেখানে উনার ১০ ঘন্টা এক নাগাড়ে তাকিয়ে থাকা ভিডিওটা ২৪/৭ চলতে থাকবো! কারণ উনার মোটিভেশন আমার ভবিষ্যতেও দরকার।”

তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জানতে পেরেছি যে জাকের পার্টির সভাপতিও আগামী নির্বাচনে উনাকে গোলাপ ফুল মার্কায় মনোনয়ন দিতে আগ্রহ প্ৰকাশ করেছেন। উনারা আর দেরি না করে অতি দ্রুত তৈমুর খাজাকে দলে নিতে চান।

বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।

What do you think?

Written by বাংলার ব্যাটম্যান

It's not who you are underneath; it's how much you love "কাচ্চির আলু" that defines you.

Leave a Reply

৫টি কালজয়ী বাংলা রোমান্টিক উপন্যাস আমাদের সময়ের প্রেক্ষাপটে

চলুন এবার নিজেকে ভালোবাসার প্রতিজ্ঞা করি, কারণ ভালোবাসার শুরুটা নিজেকে দিয়েই