সিগারেটের দাম বেড়েছে, চারিদিকে হাহাকার চীৎকার এমন সময়ে চট্রগ্রাম বিমানবন্দরে পেটে করে সিগারেট পাচারকালে ধরা পড়েছেন কক্সবাজারের এক যাত্রী। একথা শোনার পর আমাদের প্রতিবেদক কসকি মমিন বলে দৌড় দিয়ে সেখানে সিগারেট থুক্কু সংবাদ সংগ্রহের জন্য গেলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানান- “এই যাত্রীটি কেয়া কসমেটিক্সের তরফ থেকে মহামুল্যবান সিগারেট পেটে করে বিমানে উঠে অন্য দেশে পাচারকালে আমাদের কাছে ধরা পরে। এমনিতেই দামের কারনে দেশে চলছে তীব্র সিগারেট সংকট এই অবস্থায় দেশের সম্পদ যাতে বাইরে কোন ভাবে পাচার না হয় তার জন্য আমরা সিগারেট খেয়ে নজর রাখছি”।
পাচারকারীর কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন- “আমি এস্কোবার ভাইয়ের দলের লোক। অনেকদিন এস্কোবার ভাইয়ের দলে কাজ করেছি। কি পাচার করি নাই, আর আজ সিগারেট পাচার করতে গিয়ে একদম ধরা খেয়ে গেলাম । এস্কোবার ভাই এমন খবর জানতে পারলে কানে ধরে উঠবস করাবেন। আসলে বয়স হয়েছে তো কি করবো ভাই বলেন”।
তবে এ ব্যাপারে মাদকের রাজা সম্রাট এস্কোবার ভাইকে জানার জন্য ফোন দেওয়া হলে তিনি বলেন- “আমার দলের লোক এমন গর্দভ না যে পেটে করে সিগারেট নিতে গিয়ে ধরা খাবে। আমি সিউর এরা কালি কারটেলের পাচোর লোক”।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ বিড়িখোর সমিতির তরফ থেকে ঐ সিগারেট পাচারকারী ফাঁসি চেয়ে অফিশিয়াল ফেসবুক স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ করা হয়েছে।
বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।