in

কস্কি মমিনকস্কি মমিন মাইরালামাইরালা ভাল্লাগসেভাল্লাগসে

আরো ভালো মিম না বানালে আবারো ফেসবুক অচল করে দেওয়ার হুমকি দিলেন জুকারবার্গ

গতকাল বাংলাদেশ সহ সারা বিশ্বে ফেসবুক অচল হয়ে পরে। এসময় ফেসবুক ওয়েবসাইটও অ্যাপ লোড হলেও কোনো ছবি লোড হচ্ছিল না। বিভিন্ন পেজ ও প্রোফাইল থেকে পোস্ট ও শেয়ারকৃত ছবিগুলো কেউ দেখতে পারছিলেন না। এ ঘটনার পর আজ সকালে জানা যায় যে ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক নিজে ইচ্ছা প্রনোদিত হয়েই এই কাজ করেন।

গতকাল সারাবিশ্বের ফেসবুক ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইলে ছবি লোড না হওয়ার কথা জানান। প্রথমে ধারণা করা হয় যান্ত্রিক ত্রুটির কারণে এই সমস্যা হচ্ছে। কেউ কেউ ফেসবুক হ্যাক্ড হয়েছে বলেও ধারণা করেন। আবার অনেকেই বলেন যে ব্রাজিল সাপোর্টাররা আর্জেন্টিনার ফ্যানদের অতিরিক্ত পচিয়ে ছবি আপলোড করার কারনে ফেসবুক এই ভার না নিতে পেরে বন্ধ হয়ে গেছে। কিন্তু আজ সকালে সকল গুজবের অবসান ঘটিয়ে মার্ক ভাই জানান যে তিনি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। সকালে ফেসবুক লাইভে এসে তিনি বলেন ফেসবুকে ইদানিং নতুন নতুন মিমারের ফালতু ফালতু মিমস্ দেখে বিরক্ত হয়ে তিনি ফেসবুকে ছবি লোড করা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। লাইভে তিনি বলেন, “আজকাল অনেক আজাইরা মিমারের আবির্ভাব ঘটেছে। মিম না বুঝেই ঘোড়ার ডিমের ট্রল পেজ খুলে নিজেকে মিমার দাবি করে। মাঝে মাঝে মন চায় খালি ফেসবুক থেকে না, দুনিয়া থেকে এদের আইডি খেয়ে দেই। ওদের প্রতি অতিষ্ট হয়েই আমি এই কাজটি করেছি।”

ফেসবুকে যে সকল ছবি লোড হচ্ছিল না সেগুলোর মধ্যে কিছু ছবি নিজে থেকে বাছাই করেছেন বলে জানান মার্ক ভাই। এ প্রসঙ্গে তিনি বলেন, “যে সকল ট্রল পেজগুলোর এডমিনরা মিম না বুঝেই মিমার হতে চায় তাদের জন্য এটা ছিলো আমার ওয়ার্নিং। ভবিষ্যতে ভালো মিম না বানালে আবারো এই কাজ করবো আমি।”

এছাড়া আজ সকালেই ফেসবুকের কোডিং টিম একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় এইসব মিমারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মার্ক ভাইয়ের নির্দেশে তারা এক নতুন অ্যালগোরিদম বের করার কাজ করছে যাতে করে ফালতু মিমগুলো স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যায়। খুব শীঘ্রই ফেসবুকে এই ব্যবস্থা সংযুক্ত করা হবে। এদিকে মার্ক ভাইয়ের এই সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানিয়েছেন। এ ব্যাপারে “It’s not mimi, it’s meme” ফেসবুক পেজের “আলুর ক্ষেতের মূলা” ছদ্মনামধারী এডমিন বলেন, “আমরা জাকের ভাইয়ের সাথেই আছি। তার এই সময়োপযোগী সিদ্ধান্তকে আমাদের পুরো এডমিন প্যানেল স্বাগত জানাচ্ছে।”
এছাড়া গতকাল শুধু ফেসবুকই নয়, জাকার ভাইয়ের অধীনে থাকা ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপও অচল হয়ে পড়ে। ইনস্টাগ্রামে আগাছার মত গজিয়ে ওঠা “ইনফ্লুয়েন্সার” এবং হোয়াটসঅ্যাপে নয় বছরের পুরাতন মিম পাঠানো আত্মীয়দের শিক্ষা দিতে এই ব্যবস্থা নেন বলে জানান জাকার ভাইয়ের টিম।
প্রায় ২৪ ঘন্টা অচল থাকার পর ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ পুনরায় পুরোপুরি চালু করে দেওয়া হয়।

বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।

What do you think?

Leave a Reply

কোথাও ঘুরতে গিয়ে আপনার যে ৯টি অভ্যাস বলে দেয় আপনি একজন ট্যুরিস্ট নাকি ট্রাভেলার

যে ৮টি উপায়ে পাকিস্তানের অধিনায়ক সর্পরাজ ও তার দল আজকে বাংলাদেশের বিপক্ষে ৫০০ রান করতে পারে!