কারণে অকারণে একটু শুয়ে বসে থাকতে কার না ভালো লাগে? কিন্তু যে শুয়ে বসে থাকে সে ছাড়া অন্যদের কাছে কেনো জানি ব্যাপারটা ভালো লাগে না এবং তাদের কাজকর্ম দিয়েই বিষয়টা পরিষ্কার বুঝা যায়।
১. আব্বু-আম্মু – আলসেমি করে শুয়ে থাকি বা কাজ শেষ করে, আব্বু- আম্মু এসে কথা শুনিয়ে যাবেই
via GIPHY
২. ছোট ভাই-বোন – আমাদেরকে একটু শুয়ে বসে থাকতে দেখলেই যেন ছোট ভাই বা বোনের হোমওয়ার্কে হেল্প নেওয়ার কথা মনে পড়ে
via GIPHY
৩. পাশের বাসার আন্টি – বাসায় আড্ডা দিতে এসে যদি আমাদেরকে আন্টিরা শুয়ে বসে থাকতে দেখে ফেলে তাহলেই হলো। সামনের ১ সপ্তাহ শুয়ে বসে রিলাক্স যেন না করতে পারি সেই ব্যবস্থা করে দিয়ে যাবে
via GIPHY
৪. বুয়া – যখন বুয়া এসে ফ্যান বন্ধ করে দেয় এবং পুনরায় অন না করে, তাদের এই আচরণ দেখেই বুঝে নেওয়া উচিত যে আমাদের শুয়ে বসে থাকা তাদেরও পছন্দ না
via GIPHY
৫. আত্মীয়-স্বজন – বেড়াতে আসা আত্মীয় স্বজন বা তাদের বাচ্চা কাচ্চা নিঃসন্দেহে আমাদের শুয়ে বসে থাকার ব্যাপারটা সহ্য করতে পারে না। তা না হলে কেন প্রতিবার এই আরামের কাজে ব্যাঘাত ঘটাবে?
via GIPHY
৬. টিচার/ফ্যাকাল্টি – হ্যাঁ, তারা আমাদেরকে শুয়ে বসে থাকতে দেখে না। কিন্তু ধরে নেয় যে আমরা সারাদিন শুয়ে বসেই থাকি এবং সেই অনুযায়ী ইচ্ছামত ক্লাস, অ্যাসাইন্মেন্ট এবং এক্সাম নিতেই থাকে