in

সেন্টি খাইলামসেন্টি খাইলাম মাইরালামাইরালা কস্কি মমিনকস্কি মমিন ভাল্লাগসেভাল্লাগসে

একবার চুল পড়া শুরু হলে ছেলেদের যে ১০টি প্যারার মধ্য দিয়ে যেতে হয়

ব্রেকআপ নিঃসন্দেহে কষ্টদায়ক, কিন্তু আপনার কি কখনও একদম গণহারে চুল পড়েছে, তাহলে ব্রেকআপের কষ্টকেও এর সামনে তুচ্ছ মনে হবে। একবার চুল পড়া শুরু হলে জলোচ্ছ্বাসের মতো একেও কোনভাবে থামানো যায় না। মহাযন্ত্রণার এই সময়ে প্রতিটি ছেলেকেই যেতে হয় অদ্ভুত কিছু প্যারার মধ্য দিয়ে!

১. সারাক্ষন শুধু “কিরে মাথা তো খালি হয়ে গেল, এবার বিয়ে কর!” শুনতে হয়

via GIPHY

 

২. নিজের আগের ছবিগুলো দেখে বুকের ভেতরটা কেবল হাহাকার করে

via GIPHY

 

৩. বহু কিছু ব্যবহার করেও দেখা যায়, চুল পড়া আর কমছে না

via GIPHY

 

৪. অন্য কাউকে তার চুল পড়ার কথা বলে নিজের মনকে সান্ত্বনা দিতে হয়

via GIPHY

 

৫. মাথায় চিরুনি চালালে কষ্টে সেদিকে তাকাতে ইচ্ছা করে না

via GIPHY

 

৬. আয়নার সামনে গিয়ে নিজের দিকে তাকালে হতাশ লাগে

via GIPHY

 

৭. আগে চুলের যত্ন না নেওয়ার জন্য সারাদিন মনে মধ্যে হা-হুতাশ চলতে থাকে

via GIPHY

 

৮. সারাক্ষন বিভিন্ন মানুষের চুল বিষয়ক চিকিৎসা ও পরামর্শ শুনতে হয়

via GIPHY

 

৯. নিজের চেয়ে বেশি বয়সী মানুষদের মাথা ভর্তি চুল দেখে কেবল কান্না আসে

via GIPHY

 

১০. আর কয়েক বছরের মধ্যেই মাথায় একটা স্টেডিয়াম হয়ে যাবে এই চিন্তায় আরো ঘুম আসে না

via GIPHY

What do you think?

Written by Bishal Dhar

নাম ধাম তো দেখসেন আর কি দেখেন , অতিরিক্ত কৌতুহল ভালো না যান লেখা পড়েন

Leave a Reply

বিয়ের পর বাচ্চা নেওয়ার জন্য আশেপাশের মানুষরা যে ৯টি “অতি যৌক্তিক” কথা বলে

Quiz: জেনে নিন আপনার মন আসলে কোন ফুটবল দলের সাপোর্টার কিন্তু আপনি জানেন না