রাফসান দ্য ছোটভাইয়ের takeout 2.0 নিয়ে নেগেটিভ রিভিউয়ের ভিডিওতে রিপোর্ট করে জন্মদিনের জন্য ফ্রি কেক পেলেন মেসি। উল্লেখ্য যে, কয়েকদিন আগে রাফসান নামে একজন ফুড ব্লগার takeout 2.0 এর কাচ্চি ট্যাশ করার জন্য সেখানে যান এবং কাচ্চি ভালো না লাগায় নেগেটিভ রিভিউ দেন। এতে করে খেপে গিয়ে takeout 2.0 এর এক কর্মচারী, “সুদির ভাই তুই গ্যাঞ্জাম লাগাইসোত” বলে তাকে খামচি মেরে takeout 2.0 থেকে বের করে দেন। এরপর তারা তাদের এপিক একটি অফার নিয়ে আসেন, যে রাফসানের ভিডিওতে রিপোর্ট মেরে তার স্ক্রিনশট দেখালে তাকে তাদের রেস্টুরেন্টে একটি ফ্রি বার্গার খাওয়ানো হবে। এ কথা শুনে মেসি ভাইও তাড়াতাড়ি রাফসানের ভিডিওতে রিপোর্ট মেরে takeout 2.0 এ পাঠালে মেসিকে ফ্রিতে কেক অফার করা হয়। তবে বার্গারের বদলে কেক কেনো- এ ব্যাপারে জানতে চাইলে রাফসানকে খামচি মারা সেই ভাইটি বলেন- “আমি মেসি ভাইয়ের একজন ভক্ত, আর তার মধ্যে উনি ন্যাগেটিভ রিভিউয়ের ভিডিওতে রিপোর্ট করায় জন্মদিনের খুশি ডবল করতে মেসি ভাইকে বার্গারের বদলে ফ্রি কেক অফার করেছি আমরা”।
এ ব্যাপারে মেসি বলেন- “আমি জন্মদিনের জন্য ফ্রি কেক পেয়ে খুবই আনন্দিত! বন্ধুবান্ধবদের সেখানে ট্রিট দিতে নিয়ে যাবো ভেবেছি। তবে কাচ্চি আলু আর মশলা ঠিকঠাক মত পাবো কিনা তা নিয়ে একটু সংকিত আছি। কারন রাফসানের ভিডিওতে ঠিকঠাক কাচ্চিতে মশলা ছিলো না। আমার সাথেও এমন হলে বন্ধুদের সামনে তো ইজ্জতের ফালুদা হয়ে যাবে”।
বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।