ঈদের জ্যাম কাটিয়ে শ্বশুরবাড়ি মিরপুর যেতে বেশি বেশি পাঠাও রাইড নিচ্ছেন মেসি। এক ফেসবুকীয় সূত্রে জানা যায় যে ঈদ উপলক্ষ্যে পাঠাও নাকি বিশেষ ঈদ অফার নিয়ে এসেছে, এই অফারে রমজান মাসে ৪০ টির বেশি রাইড যারা নিবেন তাদের মধ্য থেকে বাছাই করে ভাগ্যবানদেরকে উঠাওয়ে করে দেশের বাড়ি পৌঁছে দেওয়া হবে। এ খবর জানার পর থেকেই নাকি মেসি সবখানে পাঠাও করে যাওয়া শুরু করেছেন। এমনকি প্র্যাক্টিস কিংবা ম্যাচের সময় স্পেশাল বাসের ব্যবস্থা থাকলেও মেসি একাই পাঠাও রাইডে করে যাচ্ছেন সবখানে। কাজ ছাড়াও অকারনে টিএসসির পনির চা খেতে কিংবা কলাবাগানে বাসার সামনে মামা হালিম খেতেও মেসি এখন পাঠাও ব্যবহার করছেন।
সদ্য ইউসিএল থেকে বাদ পড়ে আরামবাগ ক্রীড়াচক্রে যোগ দিয়েছেন মেসি, তাই পুরো পরিবার নিয়ে তিনি এখন ঢাকায়। তবে মেসির শ্বশুরশাশুড়ি নাকি আগে থেকেই ঢাকার মিরপুরে থাকেন। তাই এমন বুদ্ধি বের করেছেন বলে তিনি জানিয়েছেন।
এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য আমাদের রোনালদো ফ্যান প্রতিনিধি মেসির সাথে কথা বলতে গেলে দেখা যায় তিনি পাঠাও রাইডের জন্য বাসার নিচে দাঁড়িয়ে আছেন, তাকে জিজ্ঞেস করা হলে তিনি তখন বলেন- “ভাই ঈদের ছুটিটা এবার শ্বশুরবাড়িতে কাটাইতে চাই, কিন্তু আপনারা তো জানেনই মিরপুরের যে জ্যাম। রোজার ইদ কাটানোর জন্য রওনা দিলে কোরবানি ইদেও পৌঁছাতে পারবো কিনা সন্দেহ। তাই আগে থেকেই বেশি বেশি পাঠাও রাইড নিচ্ছি যাতে ইদের সময় উঠাও করে উইড়া বউ পোলাপান সহ যাইতে পারি। আর আপনাদের ভাবি আগে থেকেই থ্রেট দিয়া রাখসে যদি ঈদের সময় উঠাও করে বাপের বাড়ি নিয়ে না যাই তাইলে রোনাল্ডোর সাথে নাকি ভেগে যাবে, বুঝেনই ইজ্জতের ব্যাপার স্যাপার তাই আর রিস্ক নিতে চাচ্ছিনা। তবে ভাই আপনাদের কাছে রিকুয়েস্ট আপনারে আপন ভাইবা কথা গুলো বলসি সুয়ারেজরেও আবার এসব বলতে যাইয়েন না। তাইলে ঐ হালায় আবার আমার পাঠাও রাইড নেওয়া শুরু করলে কম্পিটিটর বাইড়া যাবে।”
তবে এই সংবাদ এখনো মেসি ভক্তদের কাছে পৌঁছায়নি বলে ধারণা করছেন মেসি শত্রু কমিটি (মেশক)-এর সভাপতি রুনাল্ডু মোল্লা।