in

মাইরালামাইরালা কস্কি মমিনকস্কি মমিন ভাল্লাগসেভাল্লাগসে সেন্টি খাইলামসেন্টি খাইলাম

নিজের মুখের দুর্গন্ধের ভয়ে, মুখে না পরে নাকে মাস্ক পরছেন মিরপুরের রাসেল

নিজের মুখের দুর্গন্ধের জন্য নাকে মুখে নয়, শুধু নাকে মাস্ক পরছেন মিরপুরের রাসেল নামের এক তরুণ। জানা যায়, এর আগে মুখে মাস্ক পরার জন্য অজ্ঞান হয়ে গিয়েছিলেন তিনি, এরপর থেকে মুখে না পরে শুধু নাকে মাস্ক পরছেন। তবে নাকে মাস্ক পরার কারণে মুখের দুর্গন্ধের জন্য তার সামনে কেউ আসতে পারছে না এখন, কেউ তার সামনে আসলেই অজ্ঞান হয়ে যাচ্ছে। রাসেল ভাইয়ের সাথে এ ব্যাপারে কথা বলার জন্য আমাদের প্রতিবেদক তার জন্য মিন্ট গাম কিনে নিয়ে গেলে, তিনি মিন্ট গাম চিবোতে চিবোতে বলেন- “খুব যন্ত্রনায় আছি ভাই, অন্য মানুষ তো দূরে থাক, নিজের মুখের দুর্গন্ধে নিজেই অতিষ্ঠ। কেউ সামনে আসলেই অজ্ঞান হয়ে যায়। আমি নিজেই একবার অজ্ঞান হয়ে গিয়েছিলাম, ভাভাগো ভাভাগো সেকি বিভীষিকাময় স্মৃতি, মনে পড়লে এখনও ইচ্ছা করে লজ্জায় কুয়ার মধ্যে ঝাপ দেই। তবে আপনি একটা কাজের কাজ করেছেন, আমার মিন্ট গাম শেষ হয়ে গিয়েছিল, কিনতে নিচে গেলে দোকানদার অজ্ঞান হয়ে যেত।”

তবে রাসেল ভাইয়ের এমন মুখের দুর্গন্ধের অভিনব ক্ষমতার জন্য বিভিন্ন নামি দামি হাসপাতালগুলো নিজেদের অপারেশন থিয়েটারে তাকে অ্যানেস্থেশিয়ার বদলে ব্যবহার করার আগ্রহ প্রকাশ করেছে। নাম প্রকাশ না করে ছবি প্রকাশ করার শর্তে এক হাসপাতাল কর্মকর্তা আমাদের বলেন- “রাসেল ভাইয়ের মুখের দুর্গন্ধেই যদি রোগী অজ্ঞান হয়ে যায়, তাহলে আমাদের অজ্ঞান করার কেমিক্যাল কিনার খরচটা বেঁচে যায়, রাসেল ভাইকে আমরা চাই-ই চাই।”

বিঃদ্রঃ পীথাগোরাস একদা বলেছিলেন – “ইন্টারনেটে প্রচলিত ৯৯.৯৯% জিনিসই ভুয়া” সুতরাং যেখানে যা দেখেন তা যদি বিশ্বাস করার অভ্যাস/বদভ্যাস আপনার থেকেই থাকে তাহলে তার দায়ভার সম্পূর্ণ আপনার।

What do you think?

Leave a Reply

ফুলকপির বার্গার খেতে চাওয়ায় রেস্টুরেন্ট থেকে বের করে দেওয়া হলো মোহাম্মদপুরের রিজওয়ানকে

যে ১০টি লক্ষন প্রমাণ করে আপনি জন্ম থেকেই অভিনেতা/অভিনেত্রী